জুমবাংলা ডেস্ক : রাজধানীর কামরাঙ্গীরচর নবীনগরের একটি পাঁচতলা বাসায় মোবাইল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে মো. নূর হোসেন নূরা (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
কামরাঙ্গীরচর থানার পুলিশে উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হোসেন জানান, আমরা খবর পেয়ে কামরাঙ্গীরচর নবীনগর এলাকায় আসাদুজ্জামান আসাদ মিয়ার পাঁচতলা বাড়ির সামনে রাস্তায় এক যুবককে পড়ে থাকতে দেখি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, আমরা স্থানীয়দের কাছে জানতে পেরেছি ওই যুবক আসাদুজ্জমান আসাদ মিয়ার বাড়ির পাঁচতলায় বারান্দায় গ্রিল দিয়ে মোবাইল চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এক ব্রাউজারে একসঙ্গে ৭৪০০টি ট্যাব দুই বছর খুলে রাখার পর যা ঘটলো
নিহতের বাবা মোহাম্মদ বাবু মিয়া জানান, আমার ছেলে আগে নিউমার্কেটে ফুটপথে ব্যবসা করতো। পরে একটি চক্রের সঙ্গে মিশে খারাপ হয়ে যায়। আমরা শুনতে পাই রাতে ওর তিন বন্ধু মিলে একটি বাসায় চুরি করতে গিয়েছিল, পরে আমার ছেলে ওপর থেকে পড়ে মারা যায়। এ ঘটনায় আরও দুইজন পুলিশ হেফাজতে রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।