বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি ভারতে Vivo T3 5G স্মার্টফোন লঞ্চ হয়েছে। 20 হাজার টাকা রেঞ্জের এই ফোনে 8GB RAM, 50MP Camera এবং 5,000mAh Battery এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। মাত্র কয়েক দিন আগে একই রেঞ্জে লঞ্চ হওয়া realme Narzo 70 Pro 5G ফোনটি এই ফোনটিকে কড়া টক্কর দেয়। এই দুটি মিড রেঞ্জ 5জি ফোনের মধ্যে কোন ফোনটি বেশি এগিয়ে তা জানার জন্য দুটি ফোনের দাম ও স্পেসিফিকেশনের তুলনা করে দেখানো হল।
Vivo T3 5G ফোনের দাম
Vivo T3 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনটি 8GB RAM এর সঙ্গে 128GB ও 256GB স্টোরেজ যোগ করা হয়েছে। ফোনের বেস মডেল এবং টপ মডেলের দাম যথাক্রমে 19,999 টাকা এবং 21,999 টাকা রাখা হয়েছে। Vivo T3 5G ফোনটি Cosmic Blue এবং Crystal Flake কালারে সেল করা হয়।
realme Narzo 70 Pro 5G ফোনের দাম
realme Narzo 70 Pro 5G ফোনটিও দুটি মডেলে লঞ্চ করা হয়েছে। ফোনের বেস মডেল 8GB RAM + 128GB Storage সহ 19,999 টাকা দামে সেল করা হয়। একইভাবে ফোনটির 8GB RAM + 256GB Storage সহ টপ মডেলের দাম 21,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Glass Green এবং Glass Gold কালারে বাজারে আনা হয়েছে।
ডিসপ্লে
Vivo T3 5G ফোনে 6.67 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 1200Hz টাচ স্যাম্পেলিং রেট, 394PPI পিক্সেল ডেনসিটি, 91.90% স্ক্রিন টু বডি রেশিও এবং 1800 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে DT-Star2 Glass এর প্রোটেকশন দেওয়া হয়েছে।
রিয়েলমি তাদের Realme Narzo 70 Pro 5G ফোনে 6.67 ইঞ্চির এইচডি প্লাস এমোলেড ডিসপ্লে যোগ করেছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিনে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন, 394PPI পিক্সেল ডেন্সিটি, 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট, 100% P3 কালার গামুট, 2000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর
কোম্পানি এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.8Ghz ক্লক স্পীডযুক্ত 64 বিট মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 অক্টাকোর প্রসেসর যোগ করেছে। গ্রাফিক্সের জন্য এতে মালী 610 জিপিইউ রয়েছে।
Realme Narzo 70 Pro 5G মোবাইলে কোম্পানি 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তইর এবং 2.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেন্সিটি 7050 অক্টাকোর প্রসেসর ব্যবহার করেছে।গ্রাফিক্সের জন্য এতে এআরএম মালী জি68 জিপিইউ দেওয়া হয়েছে।
স্টোরেজ
Vivo T3 5G ফোনটি ভারতে দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এতে 8GB LPDDR4X RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM +256GB UFS2.2 ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনটি 8GB turbo RAM সাপোর্ট করে, যার ফলে এতে মোট 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এছাড়াও এই ফোনে মাইক্রোএসডি ব্যাবহার করে স্টোরেজ 1টিবি পর্যন্ত বাড়ানো যায়।
Realme Narzo 70 Pro 5G ফোনে ডেটা স্টোর করার জন্য 8GB পর্যন্ত র্যাম এবং 256 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এর সঙ্গেই এই ফোনে 8GB ভার্চুয়াল র্যাম দেওয়া হয়েছে। এর ফলে এই ফোনে 16GB পর্যন্ত র্যাম উপভোগ করা যাবে। এছাড়া মেমরি কার্ড ব্যাবহার করে এই ফোনের স্টোরেজ 2টিবি পর্যন্ত বাড়ানো যায়।
ব্যাক ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Vivo T3 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট সহ এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর, এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল বোকে লেন্স এবং একটি ফ্লিকার লেন্স রয়েছে।
ফটোগ্রাফির জন্য Realme Narzo 70 Pro 5G স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার সহ এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল সোনী আইএমএক্স890 প্রাইমারি সেন্সর রয়েছে। এর সঙ্গে এই ফোনে 8 মেগাপিক্সেল অ্যাল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং 2MP থার্ড সেন্সর ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনটির ক্যামেরা 16mm Focal Length এবং 112° FOV সাপোর্ট করে।
ফ্রন্ট ক্যামেরা
Vivo T3 5G ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। 1/31″ মাপের এই সেন্সর এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন। এই ফোনের ফ্রন্ট ক্যামেরায় Night, Portrait, Photo, Video, Dual-View Video এবং Live Photo ফিচার রয়েছে এবং এই ক্যামেরা 1080p video recording ভিডিও রেকর্ডিং করতে সক্ষম।
সেলফি এবং ভিডিও কলের জন্য realme Narzo 70 Pro 5G ফোনে 16MP ক্যামেরা রয়েছে। এই 4পি লেন্স এফ/2.05 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন। এই সেলফি ক্যামেরা ফোকাল লেন্থ 24 মিমি এবং 80 ডিগ্রী ফিল্ড অফ ভিউ সাপোর্ট করে।
ঐশ্বরিয়া রাইয়ের গানে দুর্দান্ত ড্যান্স দিয়ে ঝড় তুললেন গোরি নাগোরি
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য Vivo T3 5G ফোনে 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Narzo 70 Pro 5G ফোনে 67 ওয়াট সুপারভুক চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি মাত্র 19 মিনিটের মধ্যে 1 থেকে 50% পর্যন্ত চার্জ হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।