বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: মেয়াদ শেষ হওয়ার আগে একই প্যাকেজ রিনিউ করলে অব্যবহৃত ডেটা ব্যবহার করতে পাবেন মোবাইল ইন্টারনেট গ্রাহকরা।
অর্থাৎ, একই প্যাকেজ আরেকবার কিনে নিলে আগের মেয়াদের অব্যবহৃত ডেটা হারাবেন না গ্রাহকরা। এর আগ পর্যন্ত ডেটা প্যাকেজের মেয়াদ শেষ হলেই অব্যবহৃত ডেটা আর ব্যবহারের উপায় ছিল না।
মঙ্গলবার বিটিআরসি ঢাকায় এক ইভেন্ট আয়োজন করে নতুন ডেটা প্যাকেজ এবং প্যাকেজ নবায়নের পদ্ধতি ঘোষণা করে।
এ বিষয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি নতুন নির্দেশিকা জারি করেছে।
এর মাধ্যমে টেলিকম জায়ান্টদের নির্ধারিত মোবাইল ডেটা ব্যবহারের ক্ষেত্রে থাকা সময়ের সীমাবদ্ধতা দূর হলো।
ডাটা ফেরতের বিষয়টি গত বছরের ২২ আগস্ট বিটিআরসির ভার্চুয়াল গণশুনানিতেও উত্থাপন হয়। সেদিন বিটিআরসি থেকে বলা হয়, ডাটা ফেরতের বিষয়ে কথা হচ্ছে; কমিটি গঠন করা হয়েছে। সব পক্ষের সঙ্গে আলাপ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
ফেসবুক প্রটেক্টের নামে প্রতারণার ফাঁদ, আইডি বাঁচাতে যা করবেন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।