তাড়াতাড়ি শেষ হচ্ছে মোবাইল ডাটা? এই সহজ উপায়ে চলবে বেশিদিন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: মেয়াদের আগেই ফুরিয়ে যাচ্ছে ইন্টারনেটের ডাটা। চাইলেও মোবাইলে জরুরি কাজ করতে পারছেন না আপনি। প্রায়শই এই পরিস্থিতির শিকার হতে হচ্ছে। আপনার সমস্যা সমাধানে নিন এই পদক্ষেপ। মেনে চলুন এই পরমর্শগুলি।

আজ বেশিরভাগ মোবাইল ব্যবহারকারী ইন্টারনেট সংযোগের সঙ্গে স্মার্টফোন ব্যবহার করেন। যেখানে গ্রাহকের মূল সমস্যা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল ডাটা প্ল্যান। অনেক সময় দেখা যায়, নির্ধারিত তারিখের আগে শেষ হয়ে যাচ্ছে ডাটা প্যাক। যে কারণে কম ডাটা ব্যবহার শুরু করেন অনেকেই। এরকম পরিস্থিতিতে, বেশিরভাগ মানুষের মনে প্রশ্ন জাগে, কীভাবে বাঁচানো যায় মেবাইলের ডাটা। এই মোবাইলের ডাটা সেভ করার উপায় সম্পর্কে খুব কম লোকই জানেন। এখানে আমরা আপনাকে কম ডাটা ব্যবহার করেই পর্যাপ্ত লাভ পাওয়ার পদ্ধতি সম্পর্কে বলছি। জেনে নিন এই 6টি টিপস।

1. স্ট্রিমিং এর পরিবর্তে প্রিলোড করুন

ইউটিউব, গানা, ভাইন এর মতো স্ট্রিমিং পরিষেবাগুলি প্রচুর মোবাইল ডাটা ব্যবহার করে। তাই জিমে বা কাজের পথে ক্রমাগত শোনেন এরকম কোনও অ্যালবাম থাকলে আপনার ফোনে তা সেভ করে অফলাইনে শুনুন।

2. ঘন ঘন Wi-Fi এর সঙ্গে কানেক্ট করুন

আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে ডাটা সেভ করার সবচেয়ে সহজ উপায় হল অপ্রয়োজনীয় ডাটা ব্যবহার এড়াতে যতবার সম্ভব ওয়াই-ফাইয়ের সঙ্গে সংযোগ স্থাপন। আপনি যদি ভিডিও স্ট্রিমিং বা অ্যাপ আপডেট করার সময় ওয়াই-ফাই ব্যবহার করেন, তবে তা দীর্ঘমেয়াদে আপনার ডাটা বাঁচাবে।

3. স্ট্রিমিং অ্যাপের ব্যবহার কম করুন

অনেক ক্ষেত্রেই স্ট্রিম ভিডিও, মিউজিক বা বড় ছবির অ্যাপ আপনার ফোনের অনেক ডাটা খেয়ে ফেলে। তাই ভারী ডাটাসহ অ্যাপের ব্যবহার কমিয়ে দেওয়া ভালো। যতক্ষণ আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে ওয়াই-ফাই সংযোগ থাকবে, ততক্ষণ ওগুলি ব্যবহার করতে পারেন।

4. নির্দিষ্ট অ্যাপের জন্য ডাটা ব্যবহার কম করুন

নির্দিষ্ট কিছু অ্যাপের জন্য ডাটা ব্যবহার কম করলে দীর্ঘমেয়াদে তা ডাটা বাঁচাতে সাহায্য করে। অনেক ক্ষেত্রে কিছু ব্যকগ্রাউন্ড অ্যাপ আপনার মোবাইলের ডাটা ব্যবহার করে। সেই ক্ষেত্রে এই পদক্ষেপগুলি অনুসরণ করুন-

আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে সেটিংস অ্যাপে যান।
যে অ্যাপের জন্য আপনি ডাটা কম করতে চান সেখানে ট্যাপ করুন।
মোবাইল ডাটায় প্রেস করুন।
যদি ব্যাকগ্রাউন্ড ডাটা ব্যবহার এনাবল করা থাকে তাহলে পাশের স্লাইডারটি সাদা ও নীল হবে।
এই বৈশিষ্ট্যটি অক্ষম করতে আপনি ডাটা সংরক্ষণ করতে পারেন, স্লাইডারটিতে ক্লিক করলেই তা কেবল সাদা হয়ে যাবে।

5 অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য ডাটা সীমা বেঁধে দিন
আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে একটি সীমা নির্ধারণ করে দিন। এর মাধ্যমে আপনি আপনার মোবাইল ডাটা সংরক্ষণ করতে পারবেন। আপনি আপনার ডিভাইসের সেটিংসে এটি করতে পারেন। এর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-

আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের সেটিংস অ্যাপ খুলুন।
কানেকশনে প্রেস করুন।
ডাটা ইউসেজে ক্লিক করুন।
মোবাইল ডাটা ব্যবহারে ক্লিক করুন।
স্ক্রিনের উপরের ডান কোণে গিয়ার আইকনে প্রেস করুন।
সেখান থেকে, আপনি ডাটা অ্য়ালার্ট সেট করতে পারেন। এরফলে আপনার ডাটা শেষ হয়ে যাওয়ার আগে জানতে পারবেন।

6. ডাটাসেভার মোড চালু করুন
ডাটা সেভার মোডে গিয়ে তা চালু করুন। এই মোডটি সব অ্যাপকে ব্যাকগ্রাউন্ড ডাটাতে চালানোর অনুমতি দিয়ে আপনার অ্যান্ড্রয়েডের সব ডাটা ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে।

আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে সেটিংস অ্যাপ খুলুন।
কানেকশনে প্রেস করুন।
ডাটা ইউসেজে ক্লিক করুন।
ডাটা সেভার ট্যাপ করুন।
ডাটা সেভার মোড বন্ধ থাকলে স্লাইডার সাদা হয়ে যাবে। ডাটা সেভার মোড চালু করতে স্লাইডারটি প্রেস করুন, যাতে এটি সাদা ও নীল হয়ে যায়।

ভয়ংকর সব ত্রুটি সারিয়ে ‘ক্রোম ১০২’ উন্মুক্ত করল গুগল