মোবাইল হ্যাক হলে বুঝার উপায়

মোবাইল হ্যাক হলে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আজকাল ছোটো বড়ো প্রায় সকলের হাতে হাতেই ঘুরছে মুঠোফোন। মুঠোফোন নেই এরকম মানুষের সংখ্যা খুবই কম। একদিকে যেমন দুনিয়াকে হাতের মুঠোয় এনে ফেলেছে এই মুঠোফোন। অন্যদিকে, এই মুঠোফোনের মাধ্যমেই ঘটছে বিপদ।

মোবাইল হ্যাক হলে

ঘটছে মুঠোফোন হ্যাক হয়ে যাওয়ার মতো ঘটনা। শুধুমাত্র বিখ্যাত ব্যক্তিদেরই নয়, ফোন হ্যাক হচ্ছে সাধারণ মানুষেরও। যার ফলে তথ্য চুরি হয়ে যাওয়া থেকে আরও নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা আজকে এমনই কিছু লক্ষণ নিয়ে আলোচনা করবো যেগুলি দেখলে বুঝে নেবেন আপনার মোবাইল ফোনটি হ্যাক হয়েছে।

* অচেনা নাম্বার থেকে বারবার কল আসা কিংবা অজান্তেই মোবাইল থেকে অন্য ফোনে কল বা মেসেজ চলে যাওয়া : বারবার যদি অজানা অচেনা নাম্বার থেকে ফোন কল বা মেসেজ আসে তবে তা হতে পারে ফোন হ্যাক হওয়ার লক্ষণ। এছাড়াও যদি আপনার অজান্তেই আপনার মোবাইল ফোনটি থেকে অন্য কারও কাছে ফোন বা মেসেজ চলে যায় তাও হতে পারে বিপদের সংকেত। অজান্তে ফোন বা মেসেজ চলে যাওয়ার ঘটনা ঘটলে অবিলম্বে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া প্রয়োজন।

কোন কাজে বাতকর্ম বেশি হয়

* সন্দেহজনকভাবে ক্রমাগত পপ আপ বার্তা আসা:- অসুরক্ষিত বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করলে বিভিন্ন ধরনের ম্যালওয়্যার বা ক্ষতিকর সফ্টওয়্যার ফোনে ঢুকে পড়ে। এই ধরনের ওয়েবসাইটগুলি তথ্য চুরি করে তা কাজে লাগিয়ে ফোনে ক্রমাগত পপ আপ বিজ্ঞাপন পাঠাতে থাকে। এই পপ আপ বিজ্ঞাপনগলিতে হাত পড়লেই ঘটতে পারে সমস্যা।

* কাজের তুলনায় মাত্রাতিরিক্ত ডেটা খরচ হয়ে যাওয়া:- সারাদিনে খুব বেশি ডেটা ব্যবহার না করেও দ্রুত শেষ হয়ে যাচ্ছে প্রাত্যহিক ডেটা! তবে এটি হতে পারে মোবাইল হ্যাক হয়ে যাওয়ার লক্ষণ। কারণ মোবাইল ফোন হ্যাক হলে অনেক ক্ষেত্রেই অজান্তেই ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে বিভিন্ন অ্যাপ ও সফটওয়্যার। এই ধরনের অ্যাপস প্রজেক্টরের মাধ্যমেও চুরি হয়ে যেতে পারে বিভিন্ন তথ্য।

স্মার্টফোনের চার্জে অনন্য ভিভোর এই স্মার্টফোনটি

* ফোন খুললেই অজানা অ্যাপ বারবার সামনে আসা:- ফোন খুললেই যদি অজানা অ্যাপ বারবার সামনে চলে আসে, তবে তা হতে পারে ফোন হ্যাক হয়ে যাওয়ার লক্ষণ। ফোন হ্যাক হয়ে গেলে অজান্তেই ফোনে বিভিন্ন ধরনের অজানা অ্যাপ চলে আসে।

* ভীষণ দ্রুত মোবাইলের চার্জ শেষ হয়ে যাওয়া:- স্বাভাবিকের তুলনায় তাড়াতাড়ি মোবাইলের চার্জ শেষ হয়ে যাওয়াও হতে পারে মোবাইল হ্যাক হয়ে যাওয়ার লক্ষণ। কারণ মোবাইল হ্যাক হয়ে গেলে মোবাইল বন্ধ থাকলেও ব্যাকগ্রাউন্ড বিভিন্ন রকমের অ্যাপ চালু থাকে। তাই চার্জ দ্রুত শেষ হয়ে যায়।