মোবাইল ইন্টারনেটে আজও ধীরগতি, ফেসবুক, মেসেঞ্জার ব্যবহারে সমস্যা

Mobile

জুমবাংলা ডেস্ক : সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে সারাদেশে চলছে কোটা সংস্কার আন্দোলন। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষের মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান ও বিশ্ববিদ্যালয় এলাকায় আজও মোবাইল ইন্টারনেট ব্যবহারে নানা সমস্যার কথা জানিয়েছেন ব্যবহারকারীরা।

Mobile

হঠাৎ মোবাইল ইন্টারনেটের গতি কমে যাওয়া ও ঠিকমতো ইন্টারনেটের গতি না পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ফেসবুক, ম্যাসেন্জারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করতে পারছেন না অনেকে।

বৃহস্পতিবার দেশের প্রায় সব মোবাইল অপারেটরের ইন্টারনেট ধীরগতিতে চলার তথ্য দিয়েছেন ব্যবহারকারীরা। বুধবারের তুলনায় আজ ইন্টারনেটের গতির পরিমাণ আরও কমে গেছে। গতকাল ফোরজি ও থ্রিজি পাওয়া গেলেও আজ শুধুমাত্র টুজিতে ইন্টারনেটের গতি নেমে এসেছে।

তবে ওয়াইফাই ব্যবহারকারী জানিয়েছেন, ফেসবুক ও মেসেঞ্জারে প্রবেশে তাদের কোনো সমস্যা হচ্ছে না।

রাজা ও বাদশার মধ্যে পার্থক্য কী? ৯০% মানুষের কাছে উত্তর নেই

হঠাৎ ইন্টারনেটের সমস্যা কেন এমন হলো- এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো অপারেটর অথবা নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।