মোবাইলে ইন্টারনেট চালু না হলে যে সেটিংস পরিবর্তন করতে হবে

Mobile Oparator

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : টানা ১০ দিন বন্ধ থাকার পর অবশেষে সচল হচ্ছে মোবাইল ইন্টারনেট সেবা। আজ বিকেল ৩টায় সারাদেশে ফোরজি ইন্টারনেট সেবা চালু করার মাধ্যমে ফিরছে মোবাইল ইন্টারনেট। তবে দীর্ঘদিন বন্ধ থাকার ফলে আপনার ফোনে ডাটা কানেকশন ‘অন’ থাকার পরও ইন্টারনেট নাও চলতে পারে।

Mobile Oparator

ফোনে ডাটা কানেকশন ‘অন’ থাকার পরও ইন্টারনেট চালু না হলে যেভাবে সমাধান করবেন-

নির্দেশনাসমূহ:

ধাপ ১: প্রথমে ডাটা বা Cellular ডাটা চালু করুন। এবং নিশ্চিত হোন যে আপনার ডাটা অন থাকা সত্ত্বেও নেটওয়ার্ক-এ ইন্টারনেট চালু হচ্ছে না ।

ধাপ ২: আপনার মোবাইলের ‘settings’ অপশন এ যান। সেখানে ‘mobile network’ a প্রবেশ করুন।

ধাপ ৩: ‘APN’ বা ‘Access Point Names’-এ প্রবেশ করুন। প্রবেশ করার পর যে সিম থেকে নেট চালাবেন সেই সিমে ক্লিক করুন।

ধাপ ৪: এখন নতুন ‘APN’ সেট করতে হবে তাই (+) চিহ্ন বা যোগ চিহ্নে ক্লিক করুন ।

ধাপ ৫: এবার উপরের বক্সে অর্থাৎ ‘Name’ এর ঘরে যেকোনো নাম দিতে পারেন সমস্যা নেই; তবে যেই সিম ব্যবহার করছেন সেটা দেওয়াই ভালো।

ধাপ ৬: APN এই বক্সে internet (অবশ্যই ছোট হাতের) লিখুন। যেকোনো সিম হলেও internet লিখবেন ।

ধাপ ৭: কাজ শেষ তাই save দিন। এখন দেখুন যেটি মাত্র তৈরি করলেন সেটি দেখা যাচ্ছে। শুধু ক্লিক করে enable করে দিন। এবার ফোনটি ফ্লাইট মুড করে আবার অন করুন।

বাপ-ছেলে দুজনের সঙ্গেই রোমান্স, ফাঁস হতেই বলিউড ছাড়েন এই অভিনেত্রী

এখন কিছুক্ষণ অপেক্ষার পালা। এভাবে করার পরেও না হলে দয়া করে মোবাইলটি একবার অফ করে অন করুন।