বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে অনেকেই বড় লেখা টাইপ করেন। সেক্ষেত্রে অনেক সময় চলে যায়। কিন্তু স্মার্টফোনে সহজেই কিছু পন্থা অবলম্বন করলে সময় বাঁচানো যায়। সেগুলো জানাতেই আজকের এই লেখা:
সোয়াইপ করে টাইপ
মোবাইলের ভার্চুয়াল কি-বোর্ডের প্রতিটি কি চেপে লেখার বদলে আঙুল সোয়াইপ করেও টাইপ করা যেতে পারে। শুধু টাইপ করার জন্য কিবোর্ডে কি-এর ওপর আঙুল সোয়াইপ করুন। এভাবে করলে দ্রুত টাইপ হবে। আর যদি কোনো বানান ভুল হয় তাহলে বানানে আঙুল ছোয়াতেই অটোম্যাটিক তা সংশোধন করা যাবে।
পার্সোনাল কিবোর্ড ডিকশনারি
প্রত্যেক স্মার্টফোনে কিবোর্ড অ্যাপে পার্সোনাল ডিকশনারি রাখার সুযোগ আছে। এই ডিকশনারি থাকলে আপনি টাইপ করার সময় সাজেশনে পাওয়া শব্দে আঙুল ছুয়ে সময় বাঁচাতে পারবেন।
ক্যাপিটাল অক্ষরে সব লেখা
অনেক লেখায় বাক্যের প্রতিটি লেখা ক্যাপিটাল অক্ষরে করতে হয়। এই কাজটি অনেকে জানেন না বলে অনেক সময় নিয়ে টাইপ করেন। কম্পিউটারের মতো ক্যাপস লক না থাকায় ঝামেলায় পড়েন অনেকে।
ভয়েস টাইপিং
গুগল ভয়েস টাইপিং ব্যবহার করেও সহজে অনেক লেখা লিখে ফেলতে পারেন। শুধু বসে মোবাইলে শুদ্ধভাবে সব উচ্চারণ করে যাবেন। সেই উচ্চারণের ভিত্তিতে আপনার লেখা হয়ে যাবে। আর লেখা শেষ হলেই আপনি নিজে সব ভুল ও প্রমাদ ঠিক করে নিবেন।
কিবোর্ড সফটওয়ার বদলে নিন
অনেক সময় কিছু সফটওয়ার ঠিকঠাক কাজ করে না। সেটিংস থেকে টাচ রিস্পন্স বদলে ফেলার সুযোগও থাকে কম। সেসব ক্ষেত্রে সফটওয়ার বদলে নিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।