বিনোদন ডেস্ক : ভুবন বাদ্যকর এই মুহূর্তে ‘সুপার ফেমাস’। তাঁর মজে আট থেকে আশি। বীরভূমের এই বাদাম বিক্রেতা ফেমাস হয়ে যাওয়ার পর নতুন ফোন কিনেছেন। একথা এই সময় ডিজিটাল-কে জানিয়েছেন তিনি নিজেই। কোনও ফোন ব্যবহার করেন সেই ফোনের দামই বা কত? বহু অজানা তথ্য জানালেন এই ভাইরাল গায়ক। কী বললেন তিনি?
ভুবন বাদ্যকর এই মুহূর্তে সেলিব্রিটি। কখনও কলকাতার বিখ্যাত ক্লাব আবার কখনও কোনও জনপ্রিয় অনুষ্ঠান, ‘কাঁচা বাদাম’ গানে কোটি কোটি মানুষের মন জয় করেছেন ভুবন। বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়ণপুরের এই বাদাম বিক্রেতা এখন ‘সুপারস্টার’। নতুন জীবনে পা রাখার পর ‘হাইটেক’ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনিও। নতুন ফোন কিনেছেন ভুবন, জানিয়েছেন এই ভাইরাল গায়ক নিজেই।
মুঠোফোন এবং ইন্টারনেটের সৌজন্যে লোকের মুখে মুখে কাঁচা বাদাম গানটি ঘুরছে। ভাইরাল হওয়ার পর এই গায়কের জীবনযাত্রাও বদলেছে। সাইকেলে করে কাঁচা বাদাম বিক্রি করতে যাওয়া ভুবনকে এখন গাড়ি চালাতে দেখা যাচ্ছে। এদিকে ‘ফেম’-এর পর তিনি সবার আগে বদলে ফেলেছিলেন নিজের মোবাইল। এই সময় ডিজিটাল-কে তিনি বলেন, “ভাইরাল হওয়ার পর একটা ফোন কিনেছি বটে। স্ক্রিন টাচ একটা ফোন।” তবে সে ফোনে কত দাম তা অবশ্য জানাননি ভাইরাল ভুবন। তাঁর কথায়, “ ছেলে ফোন কিনে এনে দিয়েছিল। Opp-র ফোন।”
এদিকে তাঁর কাঁচা বাদাম গানটি ভাইরাল হওয়ার নেপথ্যে বাংলাদেশের নেটিজেনদের হাত রয়েছে বিস্তর। সেক্ষেত্রে কি সে যিনি এই গানটির রিমেক করেছেন তাঁর কোনও খোঁজ করেছেন ভুবন? তিনি বলেন, “কে রিমেক করেছে তা তো জানি না। তাই খোঁজ নেওয়া সম্ভব হয়নি।” ভুবন জানিয়েছিলেন, বাংলাদেশ থেকে ডাক পেলেও তিনি যেতে পারছেন না কারণ তাঁর স্ত্রী তাঁকে সন্দেহ করছে। যদি তিনি বাংলাদেশে গিয়ে ফের বিয়ে করে বসেন! যদি তাঁর অন্য কোনও সম্পর্ক তৈরি হয়! এই সময় সাত-পাঁচ ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন স্ত্রী, জানান ‘বাদামকাকু’।
কিন্তু, হঠাৎ উলটো সুর শোনা গেল তাঁর গলায়। তিনি বলেন, “কোনও একদিন বাংলাদেশে যেতেই পারি। বলা যায় না।” উল্লেখ্য, তাঁর গাওয়া ‘কাঁচা বাদাম’ গানটি এখনও সোশ্যাল মিডিয়ার অন্যতম ‘হট টপিক’। এই গানে কোমর দোলাচ্ছেন সেলেবরাও।
মাধুরী থেকে শুরু করে সিন্ধু, টলি-বলি এমনকি হলিউড স্টাররাও এই গানে তৈরি করছেন রিল। বীরভূমের ভূবন বাদ্যকর রাতারাতি ‘ফেমাস’ হয়ে গিয়েছেন। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আর বাদাম বিক্রি করবেন না তিনি। যদিও পরে এই মন্তব্যের জন্য ক্ষমাও চান ভুবন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।