আন্তর্জাতিক ডেস্ক : পকেটে রাখা মোবাইল ফোন বিস্ফোরণে প্যান্টে আগুন লেগে শরীরের নিচের অংশ পুড়ে গেছে এক তরুণের। ভারতের মধ্য প্রদেশে গত মঙ্গলবার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৯ বছর বয়সী এক যুবকের পকেটে থাকা মোবাইল ফোন বিস্ফোরণের ফলে কুঁচকিতে আঘাত লেগেছে বলে জানা গেছে। দুর্ঘটনাটি ঘটেছে মার্চ মাসের শেষের দিকে।
পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমটি আরো জানিয়েছে, ১৯ বছর বয়সী অরবিন্দ নামের এক তরুণ বাজার থেকে সবজি কিনে মোটরবাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় টোল বুথের কাছে প্যান্টের পকেটে রাখা মোবাইল ফোনটিতে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে তার গোপনাঙ্গও ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের ফলে তিনি ভারসাম্য হারিয়ে হাইওয়েতে বাইক থেকে পড়ে যান ও গুরুতর আহত হন। চলন্ত বাইক থেকে পড়ে যাওয়ায় তার মাথায় আঘাত লাগে বলেও পুলিশ জানিয়েছে।
দুর্ঘটনার পর সারঙ্গপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার করানো হয় অরবিন্দের। পরে আঘাত গুরুতর হয়ে ওঠায় তাকে শাজাপুরের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহতের পরিবার জানিয়েছে, অরবিন্দ টাকা জমিয়ে একটি মোবাইল ফোন কিনেছিলেন। সেটিতেই বিস্ফোরণ হয়েছে। এছাড়া সারঙ্গপুর হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, মোবাইল ফোনের বিস্ফোরণের কারণে ওই যুবক যৌনাঙ্গেও আঘাত পেয়েছেন। যদিও এই মুহূর্তে তিনি বিপদমুক্ত। তবে তার চিকিৎসা চলছে।
উল্লেক্ষ্য, গত বছর ভারতে ‘শাওমির রেডমি নোট ৫ প্রো’ মডেলের একটি স্মার্টফোন বিস্ফোরিত হয়ে এক শিশুর মৃত্যু হয়। আদিত্যশ্রী নামের ওই শিশুর বয়স মাত্র আট বছর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।