বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মোবাইল ফটোগ্রাফিকে নতুন মাত্রা দিতে এআই ইমেজিং প্রযুক্তি এসেছে টেকনো। চীনে অনুষ্ঠিত ‘ফিউচার লেন্স ২৪’ আয়োজনে নিজেদের সর্বশেষ তিনটি উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসে টেকনো। যার মধ্যে রয়েছে ইভিএস ডায়নামিক শট প্রযুক্তি ও ট্যাপ এনি জুম ডুয়েল প্রিজম টেলিফটো এবং ইমেজিং ম্যাট্রিক্স।
প্রযুক্তি এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ নতুনভাবে ডেভেলপ করেছে টেকনো ইমেজ ম্যাট্রিক্স বা টিআইএম। যার মাধ্যমে ইমেজিং প্রক্রিয়া পুনর্গঠন ও অপ্টিমাইজ করা যাবে। সেই সাথে নতুন ও উন্নত ইমেজিং ফাংশন চালুর মাধ্যমে অসাধারণ ছবি দিতে পারে। চলন্ত সাবজেক্টস নিখুঁতভাবে ধারণ করে ইভিএস ডায়নামিক শট প্রযুক্তি। আর দীর্ঘমাত্রার শ্যুটিংকে আরো স্থির করে তোলে ট্যাপ এনি জুম ডুয়েল প্রিজম টেলিফটো।
টেকনো’র ইমেজ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) সেন্টারের পরিচালক হুয়াং শিয়াও হান বলেন, ‘এ বছরের আয়োজনে আমরা এমন প্রযুক্তি নিয়ে এসেছি, যা স্মার্টফোন দিয়ে ছবি তোলার ধারণাকে পাল্টে দেবে। ব্যবহারকারী ইমেজিং প্রযুক্তির পাশাপাশি, এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আরো সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করতে পারবেন।’
চারটি স্তরের ওপর ভিত্তি করে তৈরি এই টেকনো ইমেজ ম্যাট্রিক্স। যেখানে থাকছে হার্ডওয়্যার ফাউন্ডেশন লেয়ার, ডি-কন্সট্রাকশন লেয়ার, ইঞ্জিন রি-কন্সট্রাকশন লেয়ার ও ট্যাপস। যা ব্যবহারকারীর জন্য অনন্য এআই-নির্ভর ইমেজিং অভিজ্ঞতা নিশ্চিত করবে।
চলন্ত সাবজেক্টস ঝামেলাহীন ভাবে ছবি তুলতে সুযোগ করে দেয় ইভিএস ডায়নামিক স্ন্যাপশট। এ সময় চলমান ছবি তোলার সমস্যাগুলোর সমাধান করে এই প্রযুক্তি। উড়ন্ত কোনো পাখির মনোমুগ্ধকর দৃশ্য হোক বা উচ্চগতিসম্পন্ন কোনো মোটর স্পোর্টসের অ্যাকশন। আপনি খুব সহজেই তার ছবি তুলতে পারবেন।
ছবি তোলার ক্ষেত্রে ফোকাসের অসুবিধা, ঝাপসা হয়ে যাওয়া বা ফ্রেমিংয়ের সমস্যা দূর করবে ট্যাপ এনি জুম ডুয়েল প্রিজম টেলিফটো। এই প্রযুক্তির সহায়তায় ব্যবহারকারীরা লেন্স-শিফট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও ইনটেলিজেন্ট এআই অ্যালগরিদম সহ ডুয়েল প্রিজম ডিজাইন ব্যবহার করতে পারবেন।
সচিবালয়ের অগ্নিকাণ্ডে কারো সংশ্লিষ্টতা খুঁজে পায়নি তদন্ত কমিটি
উল্লেখ্য, ইমেজিংয়ে শ্রেষ্ঠত্ব অর্জনে নতুন নতুন উদ্ভাবনে বিনিয়োগ করছে টেকনো। ‘স্টপ অ্যাট নাথিং’ ব্র্যান্ড দর্শনের সাথে মিল রেখে, প্রযুক্তি ও এআইয়ের সক্ষমতা ব্যবহারে কাজ করছে টেকনো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।