জুমবাংলা ডেস্ক: নাটোরের বাগাতিপাড়ায় হারিয়ে যাওয়ার আড়াই বছর পর মোবাইল ফোন উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিয়েছে পুলিশ। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উদ্ধারের পর শুক্রবার রাতে ফোনের মালিকের হাতে এটি হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার চকতকিনগর গ্রামের রিয়াজুলের ইসলামের মেডিকেল কলেজে পড়ুয়া ছেলে একটি স্মার্ট ফোন হারিয়ে ফেলেন ২০১৯ সালের ২৭ ডিসেম্বর। ওই দিনই থানায় রিয়াজুল ইসলাম একটি সাধারণ ডায়েরি করেন। এরপর ঘটনাটি তদন্তভার পান থানার এএসআই দুলাল হোসেন।
তদন্তকারী কর্মকর্তা দুলাল হোসেন ফোনের আইএমইআই নম্বরের সূত্র ধরে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর কাছে ফোনের সন্ধান পান। ফোনটি ওই ছাত্রী একজন অপরিচিত ব্যক্তির কাছ থেকে কম মূল্যে কিনেছিলেন। তিনি তার স্বামীর নামের রেজিস্ট্রেশনকৃত একটি সীমকার্ড তুলে ফোনটি ব্যবহার করছিলেন।
পরে পুলিশের চ্যালেঞ্জের মুখে পড়লে কুরিয়ারের মাধ্যমে ওই ছাত্রী বাগাতিপাড়া থানায় ফোনটি পাঠিয়ে দেয়। এরপর শুক্রবার ফোনটি রিয়াজুল ইসলামের হাতে থানা কর্তৃপক্ষ হস্তান্তর করেন।
এসময় সেখানে বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম, ডিউটি অফিসার হাফিজুর রহমান এবং উদ্ধারকারী এএসআই দুলাল হোসেন উপস্থিত ছিলেন।
রিয়াজুল ইসলাম জানান, তিনি ধরেই নিয়েছিলেন ফোনটি আর ফিরে পাবেন না। কিন্তু দুই বছর পাঁচ মাসেরও বেশি সময় পর ফোন উদ্ধার করতে পারায় পুলিশকে ধন্যবাদ জানান।
এএসআই দুলাল হোসেন জানান, গত দুই বছরে প্রযুক্তির সহায়তায় তিনি ১৯ টি হারিয়ে যাওয়া স্মার্ট ফোন উদ্ধার করেছেন।
ওসি সিরাজুল ইসলাম বলেন, প্রায় আড়াই বছর পরে হলেও হারিয়ে যাওয়া ফোনটি উদ্ধারের পর মালিককে ফেরত দেওয়া সম্ভব হয়েছে। এ বিষয়ে এএসআই দুলাল হোসেনের পারদর্শিতার ভূয়সী প্রশংসা করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।