পাকিস্তানের করাচিতে মোবাইল পরিষেবা বন্ধ

Pakistan

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের করাচিসহ সিন্ধ প্রদেশের বড় সব শহরে মোবাইল পরিষেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার দেশটিতে ইমাম হুসেইন (রা.) এর চেহলাম উপলক্ষ্যে নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

Pakistan

গতকাল রবিবার সিন্ধ প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান বলেন, করাচি, হায়দ্রবাদা, লারখানা, সুক্কুর ও খাইরপুরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মোবাইল পরিষেবা বন্ধ থাকবে। নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে।

পাকিস্তান টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ভয়েস ও ডাটা সার্ভিস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বন্ধ থাকবে।

দুইদিন আগে প্রাদেশিক সরকার এই দিন উপলক্ষ্যে সব স্কুলে ছুটি ঘোষণা করে। এই সময়ে মোটরসাইকেলে চালক ছাড়া কেউ থাকতে পারবে না বলেও জানানো হয়েছে।