মদ খাওয়ার পর চোখ লাল হয়ে যায় কেন

মদ খাওয়া

জুমবাংলা ডেস্ক : মদ্যপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হলেও আজ তা ফ্যাশনে পরিণত হয়েছে। যেকোনো অনুষ্ঠান হোক বা আয়োজন কিছু মানুষ এই পানীয় খাবারে ডুবে থাকে। তবে আপনি একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে অতিরিক্ত মদ খেলে চোখ লাল হয়ে যায়, কিন্তু কেন জানেন? এই প্রতিবেদনে তেমনই কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল এক নজরে দেখে নিন।

মদ খাওয়া

১) প্রশ্নঃ বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি?
উত্তরঃ বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা হলো ১০টি।

২) প্রশ্নঃ ভারতের কোন নদীতে হীরা পাওয়া যায়?
উত্তরঃ অন্ধ্র প্রদেশের কৃষ্ণা নদীতে হীরা পাওয়া যায়।

৩) প্রশ্নঃ জানেন কোন গাছের কাঠ দিয়ে দেশলাই কাঠি তৈরি করা হয়?
উত্তরঃ গেওয়া গাছের কাঠ দিয়ে দেশলাই কাঠি তৈরি করা হয়।

৪) প্রশ্নঃ কোন ব্রান্ডের কোলড্রিংসটি প্রথমে ঔষধ হিসেবে ব্যবহৃত হতো?
উত্তরঃ কোকাকোলা ব্র্যান্ডের কোল্ড ড্রিংকস প্রথমে ঔষধ হিসেবে ব্যবহৃত হতো।

৫) প্রশ্নঃ শিক্ষকরা কেন লাল কালির পেন ব্যবহার করেন?
উত্তরঃ আসলে ছাত্রদের লেখাতে কোন ভুল হলে, সেই অংশকে চিহ্নিত করার জন্য শিক্ষকেরা লাল কালির পেন ব্যবহার করেন।

৬) প্রশ্নঃ জানেন বাঘ কোন গাছকে ভয় পায়?
উত্তরঃ বাঘ যেকোনো কাঁটা জাতীয় গাছকে ভয় পায়।

৭) প্রশ্নঃ হোটেল এবং রেস্টুরেন্টের মধ্যে পার্থক্য কী?
উত্তরঃ হোটেল শুধু থাকার জায়গা, আর রেস্টুরেন্ট শুধু খাবার জায়গা। কিন্তু ভারতে এই নিয়ম মানা হয় না।

৮) প্রশ্নঃ একটা ট্রেনের হর্ন শব্দ কত দূর পর্যন্ত শোনা যায়?
উত্তরঃ ট্রেন হর্ন প্রায় ৩-৪ কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায়।

৯) প্রশ্নঃ শ্রীলঙ্কা দেশটি কত সালে স্বাধীন হয়েছিল?
উত্তরঃ ১৯৪৮ সালে শ্রীলঙ্কা দেশ স্বাধীন হয়।

এইচএসসিতে রেজাল্ট খারাপ যেসব কারণে

১০) প্রশ্নঃ জানেন মদ খাওয়ার পর চোখ লাল হয়ে যায় কেন?
উত্তরঃ আসলে, মদ খেলে আমাদের চোখের রক্তনালীগুলি বড় হয়ে যায় এবং তাতে রক্ত পরিপূর্ণ হয়ে যাওয়ার কারণে চোখ লাল দেখায়।