আন্তর্জাতিক ডেস্ক : মদ্যপানের আসরে সব সহকর্মীরা যোগ দিয়েছেন। কিন্তু আমন্ত্রণ পাননি তিনি। উল্টো তার চোখের সামনেই গল্প-কথায় মেতেছেন সহকর্মীরা। এমন অসংবেদনশীল আচরণের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়েরের পর ক্ষতিপূরণ হিসাবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮১ লাখ টাকা পেলেন ইংল্যান্ডের এক নারী।
কর্মীদের সমস্যা সংক্রান্ত আদালতের এই নির্দেশের পর স্বাভাবিক ভাবেই যারপরনাই খুশি ভুক্তভোগী রিটা লেহের। তার অনূভূতিতে আঘাত দেওয়ার দায়ে তাকে ক্ষতিপূরণ দিতে ক্যাসিনো কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বিচারক সারা মিলার।
পূর্ব লন্ডনের স্ট্যাফোর্ডে একটি ক্যাসিনোতে ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন রিটা।
৫১ বছর বয়সী রিটার দাবি, দীর্ঘদিন ধরে কাজ করলেও তাকে টপকে বহু কমবয়সি সহকর্মীর পদোন্নতি হয়েছে। অথচ বর্ণবৈষম্যের জেরে কর্মক্ষেত্রে পিছিয়ে পড়েছেন তিনি।
সম্প্রতি তিনি অভিযোগ করেন, ক্যাসিনোর সব কর্মী একসঙ্গে মদ্যপান করতে গিয়েছিলেন। একমাত্র তাকেই সে আসরে ডাকা হয়নি।
ওই ঘটনার পর ক্যাসিনোর চাকরি ছেড়ে দেন রিটা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।