বিনোদন ডেস্ক : প্রকাশ্যে হেনস্থার শিকার হলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। গতকাল বৃহস্পতিবার রাতে পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার এক রাস্তায় এ হেনস্তার ঘটনা ঘটে। পরে ইমনের অভিযোগের ভিত্তি হেনস্থাকারী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, প্রতি রাতেই ইমন, তার স্বামী নীলাঞ্জন এবং তাদের আরও কিছু বন্ধু মিলে ব্যাডমিন্টন খেলতে যান। কালও খেলাধুলার পর একটি ফলের দোকানে যান ইমন ও তার সঙ্গীরা। ফল কিনতে গিয়েই অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় তাকে। বিভিন্ন ফলের নাম করে গায়িকার উদ্দেশে কটূক্তি করতে থাকেন যুবক। তিনি ইমনকে লক্ষ্য করে অশালীন ইঙ্গিতও করেন।
রাতেই ফেসবুক লাইভে এসে এ কথা জানান ইমন। তার অভিযোগ, কুরুচিকর দৃষ্টি দিয়ে শারীরিক হেনস্থা শুরু করেন সেই ব্যক্তি। তার পর আর থাকতে না পেরে রিজেন্ট থানায় সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তিনি। পুলিশ এসে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে গ্রেপ্তারও করেছে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে নিগ্রহ, শ্লীলতাহানি, শারীরিক হেনস্থার লিখিত অভিযোগ দায়ের করেছেন ইমন চক্রবর্তী।
প্রবাসী স্বামী টাকা দেন না, রাগে শিশুপুত্রকে ভিক্ষুকের কোলে ফেলে গেলেন মা
এরপর ফেসবুক লাইভে ইমন বলেন, ‘আমরা মেয়েরা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করি। রাস্তার বেরোই। আমার বোন অফিসে যায়। এ সব বিকৃত মানসিকতার লোকের বিরুদ্ধে প্রতিবাদ না করলে অন্যায় করতাম।’ তিনি বলেন, ‘এমন দেখলে প্রতিবাদ করুন। প্রশাসনকে জানান। পুলিশ ব্যবস্থা নেয়। সাহস করে বেরিয়ে আসুন শুধু।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।