বিনোদন ডেস্ক : জনপ্রিয়তায় কেউ কারও চেয়ে কম নন। গোটা বলিউড যেন শাহরুখ-সালমান ও আমির খানের হাতের মুঠোয়। তিনজন এক হলেই নড়েচড়ে বসেন অনুরাগীরা। সালমান-শাহরুখ বুধবার মধ্যরাতে চুপিসারে আমিরের বাড়ি যেতেই শুরু গুঞ্জন। তবে কি একফ্রেমে দেখা যাবে এই ত্রয়ীকে? প্রশ্ন উঁকি দিচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সামনে আমিরের জন্মদিন। সে অনুষ্ঠানের প্রাক উদযাপনে যোগ দিতে মিস্টার পারফেকশনিস্ট-এর পালি হিলসের বাড়িতে যান শাহরুখ-সালমান। পাপারাজ্জিরাও তক্কে তক্কে ছিলেন কখন একসঙ্গে ফ্রেমবন্দি করবেন তাদের!
তবে আমিরের কারণে সুবিধা করতে পারেননি। কেননা ক্যামেরা দেখে সালমান-শাহরুখকে মুখ ঢেকে যাওয়ার পরামর্শ দেন তিনি। সালমান-শাহরুখও সেই মতো বেরিয়ে যান বাড়ি থেকে। ফলে তাদের মুখ ঢাকা ছবি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।
এদিকে সেসব ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে একেকজন একেক রকম মন্তব্য করছেন। কারও মন্তব্য, ‘নিশ্চয়ই নতুন কোনো ছবির পরিকল্পনা চলছে।’ কেউ বলছেন, ‘আরিয়ান খান গ্রেপ্তার হওয়ার পর থেকেই ফটোশিকারিদের থেকে দূরে থাকেন।’
এদিকে শাহরুখের হাতে একাধিক সিনেমার কাজ। মেয়ে সুহানার সঙ্গে দেখা যাবে ‘কিং’ সিনেমায়। অন্যদিকে তৈরি হয়েছে ‘পাঠান ২’র চিত্রনাট্যের কাজ। ২০২৬-এ জ্বলে উঠবে ক্যামেরা-লাইট।
Yamaha FZ-S Fi Hybrid: কমমূল্যে সেরা ফিচার! বাজার কাঁপাচ্ছে এই বাইক
অন্যদিকে সালমান ব্যস্ত তার মুক্তিপ্রতিক্ষীত সিনেমা ‘সিকান্দার’ নিয়ে। এরইমধ্যে প্রকাশ পেয়েছে গান ও টিজার। এতে ভাইজান ছাড়াও আছেন রাশমিকা মানদানা, কাজল আগারওয়াল, শারমান যোশী প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।