এবার মধ্যবিত্তের হাতেও আসবে অ্যাপলের স্বপ্নের আইফোন! অ্যাপল খুব শিগগিরই বাজারে নিয়ে আসছে তাদের কমদামি মোবাইল আইফোন ১৭ই। টেক দুনিয়ায় চলছে জোর আলোচনা, আগামী কয়েক মাসের মধ্যে এই নতুন বাজেট ফ্রেন্ডলি আইফোনটি ২০২৬ সালের প্রথম প্রান্তিকে লঞ্চ হতে পারে। খবর হিন্দুস্তান টাইমসের।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছোট ব্যবসায়ী কিংবা সাধারণ চাকরিজীবীদের জন্য যাদের অ্যাপলের ইকোসিস্টেমে প্রবেশ করা ছিল অপ্রাপ্য, তাদের জন্য আইফোন ১৭ই হতে চলেছে এক নতুন দিগন্ত। অ্যাপল এবার ‘এ’ সিরিজের বাজেট মডেলগুলোতে পারফরম্যান্সে ফোকাস করবে এবং আইফোন ১৭ই-এ থাকবে বেশ কিছু আকর্ষণীয় ফিচার। এতে ব্যবহার করা হবে কোম্পানির নতুন এ১৯ চিপ, যা পারফরম্যান্সকে আরও ত্বরান্বিত করবে। পাশাপাশি, এই ফোনটিতে থাকছে ৮জিবি র্যাম, নতুন অ্যাপল সি১ মডেম এবং ১৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যা আগের মডেলের তুলনায় অনেক বেশি উন্নত।
অ্যাপল দীর্ঘদিন ধরে আইফোনের ডিজাইন বজায় রেখে এসেছে এবং ১৭ই মডেলেও খুব বেশি ডিজাইন পরিবর্তন হবে না বলে ধারণা করা হচ্ছে। তবে, এটি যে কোনো উপায়ে পারফরম্যান্সে নতুন মাত্রা যোগ করবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। ফোনটির ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, বর্তমান মডেলের মতোই থাকবে এবং এতে থাকবে একি নচ ডিজাইন। ফলে, ডিজাইন থেকে যতটা পরিবর্তন না হলেও, ব্যবহারের অভিজ্ঞতা হবে নিঃসন্দেহে আরও উন্নত।
অ্যাপলের বাজেট ডিভাইসের লাইন-আপে শুধু আইফোন ১৭ই নয়, নতুন ম্যাকবুক এবং আইপ্যাডও অন্তর্ভুক্ত থাকবে। আসন্ন বাজেট ম্যাকবুকটি ১৩ ইঞ্চি ডিসপ্লে সহ বাজারে আসবে এবং এতে থাকবে ‘এ১৮ প্রো’ চিপ যা ইতিমধ্যে আইফোন ১৬ প্রো সিরিজে ব্যবহৃত হয়েছে। এটি বিশেষ করে ছাত্র, পেশাদার এবং ছোট ব্যবসায়ীদের জন্য একটি খরচ সাশ্রয়ী উপায় হয়ে উঠতে পারে।
আইপ্যাডেরও একটি নতুন বাজেট সংস্করণ আসবে, যেখানে থাকবে এ১৮ প্রসেসর এবং ৮জিবি র্যাম। এর মাধ্যমে শিক্ষার্থীরা এবং যারা ট্যাবলেটের মাধ্যমে কাজ করেন, তাদের জন্য এটি এক অনন্য সুযোগ হতে চলেছে।
ছবিটি জুম করে বনের মধ্যে লুকিয়ে থাকা নেকড়ে খুঁজে বের করার চ্যালেঞ্জ নিন
নতুন ম্যাকবুক এবং আইফোন ১৭ই এর সম্ভাব্য দাম ধরা হচ্ছে যথাক্রমে ৬৯৯ থেকে ৮৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৫,৬৭৭ টাকা থেকে ১,১০,৯৬৪ টাকা)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



