মডেলের সঙ্গে ফটোশুটেই সর্বনাশ হলো শোয়েবের

সর্বনাশ হলো শোয়েবের

বিনোদন ডেস্ক : জনপ্রিয় পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক এবং ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার জুটিতে এবার বিচ্ছেদের সুর বেজেছে। গুঞ্জন উঠেছে, ইতোমধ্যেই তারা আদালতে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছেন।

সর্বনাশ হলো শোয়েবের

ভালোবেসে যে জুটি দুটি দেশের মধ্যে প্রেমের সম্পর্ক গড়েছিল হঠাৎ কী এমন হলো যে তারা তাদের বৈবাহিক সম্পর্কের ইতি ঘটাতে চাইলেন?

একযুগের মতো বিবাহিত জীবনে ইতি টানার কারণ শোনা যাচ্ছে তৃতীয় কারও উপস্থিতি। গুঞ্জন উঠেছে, পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আয়েশা ওমরের প্রেমে মজেছেন চল্লিশের শোয়েব।

পাকিস্তানের জনপ্রিয় ম্যাগাজিন ওকের ফটোশুটে অংশ নিয়েছিলেন শোয়েব আর আয়েশা। ম্যাগাজিনের জন্য এই তারকা জুটির এমন অন্তরঙ্গ ছবি তোলা হয়, যা তাদের দুজনের মধ্যে প্রেমের রসায়ন আরও বাড়িয়ে তোলে।

তারকাদের ফ্যাশন, স্বাস্থ্য ও জীবনযাপন নিয়ে কাজ করে পাকিস্তানের জনপ্রিয় ম্যাগাজিন ওকের গত বছরের সেপ্টেম্বরে সংখ্যার প্রচ্ছদে একসঙ্গে হাজির হয়েছিলেন শোয়েব মালিক ও আয়েশা ওমর। ওই সংখ্যায় মডেল হওয়া ভিন্ন ভুবনের দুই তারকা নিজেদের স্বাস্থ্য, ফিটনেস ও চলমান কাজ নিয়ে কথা বলার পাশাপাশি ফটোশুটও করেন।

ওই ফটোশুটে আলোকচিত্রী শাহবাজ সাজি মোট পাঁচ ধরনের ভিন্ন সাজপোশাকে শোয়েব মালিক ও আয়েশা ওমরকে ক্যামেরাবন্দি করেন।

দুই দেশেরই গণমাধ্যমের দাবি, এই ফটোশুটের জন্য পুরো একদিন একসঙ্গে কাটানোর সময়েই দুজনের পরিচয় হয় এবং ঘনিষ্ঠতা বাড়ে। একেবারে নব দম্পতির মতো করে তোলা সেসব ছবিতে পোজ দিতে গিয়ে সর্বনাশের পথেই পা বাড়িয়ে দেয় এই দুই তারকা।

নিজেকে বিয়ে করা সেই অভিনেত্রী অন্তঃসত্ত্বা, কতটা সত্যি?

২০১০ সালের ১২ এপ্রিল বিয়ে হয়েছিল সানিয়া মির্জা ও শোয়েব মালিকের। ২০১৮ সালে তাদের ঘর আলো করে আসে একমাত্র পুত্র সন্তান ইজহান মির্জা মালিক।

সূত্র: টিভি নাইন বাংলা