জুমবাংলা ডেস্ক : কুষ্টিয়ার ৪টি মডেল মসজিদের বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে পড়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) ও পিডিবি।
প্রায় ১২ লাখ টাকা বকেয়া বিল জমে গেলেও তা পরিশোধের দায়িত্ব নিতে রাজি নয় মসজিদ পরিচালনা কমিটি ও ইসলামিক ফাউন্ডেশন।
বিল পরিশোধের জন্য তাদের বেশ কয়েক দফা চিঠি দিয়েছে ওজোপাডিকো ও পিডিবি কর্তৃপক্ষ। এতে কোনো লাভ হয়নি। দিনে দিনে বিলের অংক ভারি হচ্ছে, চাপে পড়ছে বিদ্যুৎ বিভাগ।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী ফজলে রাব্বি জানান, কুষ্টিয়া সদর উপজেলা মডেল মসজিদের বকেয়া বিল পরিশোধের তাগাদা দিয়ে মসজিদ কমিটিকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে, কিন্তু এ বিল পরিশোধের দায় নিচ্ছে না কেউ। নিয়ম অনুযায়ী, যে কোনো গ্রাহকের ক্ষেত্রে বিল বকেয়া থাকলে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। মসজিদ ধর্মীয় স্থাপনা হওয়ায় সংযোগ বিচ্ছিন্নের ঘটনাটি একটা স্পর্শকাতর ইস্যু হয়ে উঠতে পারে। সেজন্য সংযোগও আমরা বিচ্ছিন্ন করতে পারছি না।
তিনি জানান, বকেয়া বিদ্যুৎ বিল আদায়েও সরকারিভাবে আমাদের ওপর চাপ রয়েছে। এ বিষয়টি নিয়ে বিদ্যুৎ বিভাগ উভয় সংকটে পড়েছে।
এ প্রসঙ্গে ইসলামিক ফাউন্ডেশন, কুষ্টিয়ার উপপরিচালক মো. হেলাল উজ জামান জানান, দেশের সব মডেল মসজিদ কাম ইসলামিক কালচারাল সেন্টারগুলোর পরিচালনার দায়িত্ব ইসলামিক ফাউন্ডেশনের। কুষ্টিয়া সদরসহ অপর ৫টি উপজেলায় স্থাপিত মডেল মসজিদগুলোও ইসলামিক ফাউন্ডেশনের আওতায়। খোকসা ও কুমারখালী মডেল মসজিদ চালু হয়নি। বাকি চারটি উপজেলার সবগুলো মডেল মসজিদের বিদ্যুৎ বিল বকেয়া পড়ে গেছে। এজন্য বিদ্যুৎ বিভাগ বারবার বিল পরিশোধের তাগাদা দিয়ে চিঠি দিচ্ছে। আমরাও বিল পরিশোধের ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়ে লিখছি। মন্ত্রণালয় এ খাতে টাকা বরাদ্দ দিলেই আমরা বকেয়া বিল পরিশোধ করতে পারব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।