শালীনতা বজায় রাখা উচিত: জিতকে অনুরাগীরা

নায়ক জিৎ

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় নায়ক জিৎ ১১ বছর পর ফের বাবা হতে যাচ্ছেন। কয়েক দিন আগে স্ত্রী মোহনার বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আনন্দের এ খবর জানান নায়ক নিজেই।

নায়ক জিৎ

ম্যাটারনিটি ফটোশুটের ছবি প্রকাশ করে এ খবর জানান নায়ক। শুরুতে অনেকে এ দম্পতিকে শুভেচ্ছা জানান। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সমালোচনার মুখে পড়েছেন জিৎ। অনেকে ‘নোংরা’ ইঙ্গিত করে মন্তব্য করছেন। নাসির উদ্দিন অনি নামের একজন লিখেছেন, ‘অসুস্থ সমাজের অবস্থা। মাতৃত্ব একটি সুন্দর অনুভূতি। শালীনতা বজায় রাখা উচিত।’

আশুতোষ ভট্টাচার্য লিখেছেন, তোমার বাজার পড়ে গেছে, তা বোঝা যাচ্ছে। এতটা ঠিক না জিৎ। তোমাদের বেবি হবে এটিই সবার কাছে আনন্দের। যাক, ভালো থেকো।’

নায়ক জিৎ1

আদুরি নামে একজন কটাক্ষ করে লিখেছেন, ‘এটা কিছু না। লাইভে আপনাদের ডেলিভারি দেখাবেন।’

তনুশ্রী বিশ্বাস লিখেছেন, ‘মাতৃত্ব সুন্দর তবে তা এতটা খোলামেলা সুন্দর না।’

জ্যোতি দাস লিখেছেন, ‘ভাগ্যিস আমাদের সময় এ রকম করে ফটো তোলার এত প্রচলন ছিল না। মাতৃত্ব যখন মেয়েদের শরীরে দেখা দেয়, তখন এতটা দেখানোর প্রয়োজন পড়ে না। অনেক অভিনন্দন রইল।’

দেশের ক্রিকেটকে বাঁচাতে যে দুই জনের একজনকে চান ওমর সানী

নীল ও সাদা রঙের পোশাক পরে ‘ম্যাটারনিটি শুট’ করেছেন মোহনা। এসব ছবিতে প্রকাশ্যে মোহনার স্ফীতোদর। ছবি দেখে বোঝা যাচ্ছে, দ্বিতীয় সন্তান আগমনের খুব বেশি দেরি নেই।

২০১১ সালের ফেব্রুয়ারিতে স্কুলশিক্ষিকা মোহনাকে বিয়ে করেন জিৎ। ২০১২ সালের ১২ ডিসেম্বর জিৎ-মোহনার ঘর আলো করে জন্ম নেয় কন্যা।