বিনোদন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজনীতির বাইরে তার আরেকটি প্রতিভা রয়েছে। সেটা হল লেখালেখি। মাঝেমধ্যেই কবিতা লেখেন তিনি, লিখেছেন বেশ কিছু গানও। আজ সকালে মোদির লেখা ‘গারবো’ শিরোনামে গানটি প্রকাশ্যে এসেছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন ‘ভাস্তে’ গান দিয়ে জনপ্রিয়তা পাওয়া তরুণ গায়িকা ধ্বনি ভানুশালি।
গানটি মূলত গারবা ঘরানার, যা গুজরাটের ঐতিহ্যবাহী নাচের নাম। উৎসবের আমেজ বাড়িয়ে দিতে ঐতিহ্য আর নৃত্যের আশ্রয় নিয়েছেন সংশ্লিষ্টরা। গানের কথায়ও উৎসব ও নবরাত্রীর মহাত্ম ফুটে উঠেছে। গানটির সংগীত পরিচালনা করেছেন তানিস্ক বাগচী।
বিশেষ এই গান নিয়ে টুইটারে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘অনেক ধন্যবাদ ধ্বনি ভানুশালি, তানিস্ক বাগচী এবং জাস্ট মিউজিকের গোটা টিমকে। ভীষণ ভালো লাগলো গারবার এই নতুন ভার্সন। আমি বহু বছর আগে যে গান লিখেছিলাম, সেটা আপনারা দারুণভাবে অ্যারেঞ্জ করেছেন। বহু বছর আমি কিছু লিখিনি। কিন্তু গত কয়েক দিনে আমি নতুন একটা গারবা লিখেছি। নবরাত্রির সময় সেটা শেয়ার করব।’
Thank you @dhvanivinod, Tanishk Bagchi and the team of @Jjust_Music for this lovely rendition of a Garba I had penned years ago! It does bring back many memories. I have not written for many years now but I did manage to write a new Garba over the last few days, which I will… https://t.co/WAALGzAfnc
— Narendra Modi (@narendramodi) October 14, 2023
আসন্ন নবরাত্রি উৎসব উপলক্ষে গানটি প্রকাশ করেছে জাস্ট মিউজিক নামের একটি প্রতিষ্ঠান। প্রযোজনা প্রতিষ্ঠান জাস্ট মিউজিকের মালিক অভিনেতা-প্রযোজক জ্যাকি ভগনানি। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এই অসাধারণ, স্মরণীয় গানে যুক্ত হতে পারা সত্যিই গৌরব ও আনন্দের। ‘গারবো’ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাঞ্জলি।’
গায়িকা ধ্বনি ভানুশালির কথায়, ‘শ্রদ্ধেয় নরেন্দ্র মোদি, আপনার লেখা এই গরবা গানটি ভীষণ পছন্দ হয়েছে। আমরা একদম নতুন রিদমে একটি ভিন্ন স্বাদের গান বানাতে চেষ্টা করেছি।’
গানের দৃশ্যে গুজরাটি নৃত্যশিল্পীদের সঙ্গে অংশ নিয়েছেন গায়িকা ভানুশালীও। প্রকাশের মাত্র ৭ ঘণ্টার মধ্যেই এর ভিউ ছাড়িয়েছে সাড়ে ১১ লাখের বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।