আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনে একজন নতুন অতিথি এসেছে। নাম দীপজ্যোতি। তাকে নিয়ে খেলাধুলা ও আনন্দে মজেছেন তিনি। তবে এই দীপজ্যোতি কোনো মানুষ নয়; এটি একটি গরুর বাছুর।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর অনুযায়ী, মোদির বাসভবনের গরু নতুন একটি বাছুরের জন্ম দিয়েছে। সদ্য জন্ম নেয়া বাছুরটির সঙ্গে খেলাধুলা ও আনন্দে মেতেছেন মোদি। শনিবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম এক্সে বাছুরের একটি ভিডিও ও কয়েকটি ছবি শেয়ার করে বিষয়টি মোদি নিজেই জানিয়েছেন।
এক্সে মোদি জানান, বাছুরটির মাথায় একটি সাদা দাগ রয়েছে। এর সঙ্গে আলোর সাদৃশ্য রয়েছে। তাই এর নাম রেখেছেন ‘দীপজ্যোতি’।
ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, আমাদের ধর্মীয়গ্রন্থে বলা আছে— ‘গাভ : সর্বসুখ প্রদাহ। প্রধানমন্ত্রীর বাড়ি লোক কল্যাণ মার্গে নতুন সদস্য এসেছে। প্রধানমন্ত্রীর বাড়িতে গোমাতা নতুন একটি বাছুরের জন্ম দিয়েছে। যেটির কপালে একটি সাদা দাগ রয়েছে। এ কারণে আমি গরুটির নাম দিয়েছি দীপজ্যোতি।
এ ছাড়া এক্সে দেয়া ভিডিওতে দেখা যায়, মোদি বাছুরটিকে আদর করছেন। এর মাথায় চুমু খাচ্ছেন। বাছুরটিকে নিয়ে বাড়ির মন্দিরের সামনে বসে পূজা করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।