আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ওড়িশা রাজ্যের সুন্দরগড় জেলায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সময় এক আদিবাসী নারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য ১০০ রুপি পাঠালেন। এই অভিযানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বৈজয়ন্ত জয় পান্ডা।
বৈজয়ন্ত জানিয়েছেন, ভিড়ের মধ্যে থেকে ওই নারী তার কাছে এসে ১০০ রুপি ধরিয়ে দেন এবং টাকাটি প্রধানমন্ত্রী মোদির কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। তিনি প্রধানমন্ত্রীর নারী উন্নয়নের জন্য করা প্রচেষ্টার প্রশংসাও করেন।
এ ঘটনা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
বৈজয়ন্ত সেই ছবি প্রধানমন্ত্রীকে ট্যাগ করেন। একজন আদিবাসী নারীর কাছ থেকে ১০০ রুপি পাওয়ার পর প্রধানমন্ত্রীও তার জবাব দিয়েছেন। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘এই আশীর্বাদ পেয়ে আপ্লুত। নারীশক্তিকে নতমস্তকে প্রণাম জানাই। তাদের আশীর্বাদ আমাকে আরও কাজ করতে এবং বিকশিত ভারত গড়ার অনুপ্রেরণা দেয়।’
রোমান্সে পরিপূর্ণ এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
সম্প্রতি ওড়িশায় ক্ষমতায় এসেছে বিজেপি। নবীন পট্টনায়েকের বিজু জনতা দলকে ক্ষমতা থেকে সরিয়ে পূর্ব ভারতের এই রাজ্যের মসনদ দখল করেছে পদ্মশিবির। ১৪৭ আসনের মধ্যে ৭৮টি জিতেছে বিজেপি। ৫১টি পেয়েছে বিজেডি। কংগ্রেস পেয়েছে ১৪টি আসন। এ বছরের লোকসভা নির্বাচনেও ২১টি আসনের মধ্যে ২০টি পেয়েছে বিজেপি। খবর আনন্দবাজার অনলাইনের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।