আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুবই জ্ঞানী ব্যক্তি বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, মোদির নেতৃত্বে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে ভারত। রুশ সংবাদমাধ্যম আরটি নিউজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব কথা বলতে শোনা যায় তাকে।
নরেন্দ্র মোদির প্রশংসা করে পুতিন বলেন, আমাদের রাজনৈতিক সম্পর্ক খুবই ভালো। নরেন্দ্র মোদি একজন জ্ঞানী মানুষ। তার নেতৃত্ব অর্থনৈতিকভাবে েএগিয়ে যাচ্ছে ভারত। এই বিষয়ে রাশিয়া ও ভারতের স্বার্থ একইরকম।
ভারতে জি২০ সম্মেলনে দিল্লি প্রস্তাব গ্রহণ হওয়ার বেশ কাছাকাছি সময়ে এমন মন্তব্য আসা তাৎপর্যপূর্ণ বলে জানিয়েছে এনডিটিভি। এই ঘোষণাটি ইউক্রেনের চলমান সংঘাতে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিল কিন্তু রাশিয়াকে দোষারোপ করেনি। এর আগে বালিতে অনুষ্ঠেয় সম্মেলনের ঘোষণায় রাশিয়াকে দোষারোপ করা হয়েছিল।
দিল্লির এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে মস্কো। তারা একে মাইলস্টোন বলে অভিহিত করেছেন।
গত মাসেও এক বক্তব্যের মোদির প্রশংসা করেছিলে পুতিন। অষ্টম ইইএফ সম্মেলনে পুতিনে বলেছিলেন, ‘আপনারা জানেন, একটা সময় আমরা দেশে গাড়ি তৈরি করতে পারতাম না। তবে এখন পারি। ৯০ দশকে আমরা যে মার্সিডিজ কিংবা অডির গাড়ি কিনতাম, এই গাড়িগুলো দেখতে আরও আধুনিক। আমার মনে হয় আমাদের সহযোগী দেশও বিষয়টি অনুসরণ করতে পারে। যেমন; ভারত। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি সঠিক কাজটিই করছেন। মেক ইন ইন্ডিয়া প্রকল্প হাতে নিয়ে তিনি ভালো করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।