নিজের পাঠানো কাপড়ে তৈরি কোট দেখে বিরোধী দলের এমপিকে যা বললেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক: রাজনীতির দিক থেকে তাঁরা দুই মেরুর চিন্তাধারা লালন করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তৃণমূল কংগ্রেসের লোকসভার নেতা সুদীপ ব্যানার্জি। দু’জনের চেহারার সাদৃশ্য নিয়ে গুঞ্জন শোনা যায় সেন্ট্রাল হল এবং সংসদীয় করিডরে!

পোশাক, দাড়ির রংয়ে রয়েছে অনেকটাই মিল। কিন্তু দু’জনের রাজনীতি দুই মেরুর।

প্রতিদিনের সংসদীয় রাজনৈতিক সংঘাত তো রয়েছেই। মোদির আমলে দীর্ঘ কারাবাসও করতে হয়েছে সুদীপকে।
কিন্তু উভয়ের মধ্যে ব্যক্তিগত সৌজন্যের কোনো ঘাটতি নেই; সেটা স্পষ্ট হলো সাম্প্রতিক একটি ঘটনায়। আর তার অনুঘটক হয়ে থাকল জহর কোট।

সম্প্রতি সংসদে নরেন্দ্র মোদির ঘরে গিয়ে ইউক্রেন থেকে ফেরা শিক্ষার্থীদের সঙ্গে ব্যক্তিগতভাবে তাঁদের সমস্যা এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলেছিলেন সুদীপ। এ বিষয়ে প্রধানমন্ত্রীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লেখা চিঠির ভিত্তিতেই সেই আলোচনা।

তবে আলোচনার আগেই সুদীপের পরা জহর কোটটির দিকে চোখ চলে যায় প্রধানমন্ত্রীর। কারণ, কোটটির কাপড় সুদীপকে পাঠিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রীই! মোদি সুদীপকে বলেন, কোটটি খুবই মানিয়েছে সুদীপকে!

কয়েক মাস আগে লোকসভায় প্রধানমন্ত্রীর পরনে একটি জহর কোট দেখে প্রশংসা করেছিলেন সুদীপ। সেটা মাথায় রেখে ঠিক সেই কাপড় মোদি পাঠিয়ে দেন সুদীপকে। বিনিময়ে সুদীপও কলকাতার জে এস মুহাম্মদ আলি থেকে দু’টি কোটের কাপড় কিনে পাঠান প্রধানমন্ত্রীকে। আর নিজে উপহার পাওয়া কোটটি বানিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দিন পরে যান। মোদি সুদীপের কাছে জানতে চান- তিনি কোন দর্জির কাছ থেকে কোট বানান।

রাজনীতিতে অবশ্য এই সৌজন্য বিরল নয়। প্রতি বছরই যেমন প্রধানমন্ত্রীকে আম পাঠান মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের ধুতি, পাঞ্জাবি কখনো সেরা মিষ্টিও উপহার দিয়েছেন তিনি প্রধানমন্ত্রীকে।

সূত্র: আনন্দবাজার।

মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা করলো রাশিয়া