ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্দিষ্ট সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন না করায় ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যচুক্তি ভেস্তে যায় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক।

তার দাবি, দুই দেশের মধ্যে চুক্তির কাঠামো প্রায় চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে রাজনৈতিক পর্যায়ে যোগাযোগ না হওয়ায় সেই সুযোগ হারায় ভারত। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
শুক্রবার (৯ জানুয়ারি) অল-ইন পডকাস্টে দেয়া এক সাক্ষাৎকারে লাটনিক জানান, তিনি নিজে চুক্তির সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন, তবে ট্রাম্পই ছিলেন ‘চুক্তি সম্পন্নকারী ব্যক্তি’।
লাটনিকের ভাষায়, ‘আমি বলেছিলাম সব ঠিক আছে, এখন প্রেসিডেন্ট ট্রাম্পকে মোদির ফোন করতে হবে। কিন্তু তারা এতে অস্বস্তি বোধ করেছিল, ফলে মোদি ফোন করেননি। এর পরই আলোচনা থমকে যায়।’
তিনি আরও বলেন, পরে ভারতীয় আলোচকরা আবার চুক্তি চূড়ান্ত করতে ফিরে এলেও ততদিনে ওয়াশিংটন অন্য দেশগুলোর সঙ্গে চুক্তি করে ফেলেছে এবং শর্তাবলি আরও কঠোর হয়ে গেছে। তার ভাষায়, ‘ভারত বলে আমরা তো তখন এই চুক্তিতে একমত হয়েছিলাম। আমি বলি, তখন-এখন এক নয়।’
মার্কিন বাণিজ্যমন্ত্রী ট্রাম্পের আলোচনার ধরনকে ‘সিঁড়ির মতো’ বলে বর্ণনা করেন। তার মতে, যে দেশ আগে আসে সে সবচেয়ে ভালো শর্ত পায়। প্রথম চুক্তি হওয়ার পর পরবর্তী দেশগুলোর জন্য শর্ত ধাপে ধাপে কঠিন হয়ে যায়।
তিনি জানান, যুক্তরাজ্যের সঙ্গে প্রথম চুক্তির পরই ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের মতো দেশগুলোর সঙ্গে চুক্তি হয়। ফলে ভারতের জন্য আগের শর্ত আর প্রযোজ্য থাকেনি।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস চক্রের ৮ সদস্য আটক
লাটনিকের দাবি, যুক্তরাষ্ট্র ভারতকে ‘তিনটি শুক্রবার’ সময়সীমা দিয়েছিল চুক্তি চূড়ান্ত করার জন্য। কিন্তু ভারত সেই সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে না পারায় ‘ট্রেন স্টেশন ছেড়ে চলে যায়’। পরে ভারত যখন প্রস্তুত হয়, তখন পরিস্থিতি আর আগের মতো ছিল না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


