স্পোর্টস ডেস্ক : চলমান বিশ্বকাপে শুরুর চার ম্যাচে দলে সুযোগ পাননি পেসার ভারতীয় মোহাম্মাদ শামি। এরপর সু্যোগ পেয়ে নিজেকে মেলে ধরেছেন এই পেসার। তার দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে এক যুগ পর ভারতকে বিশ্বকাপের ফাইনালে তুলেছেন তিনি। শামির আগুন ঝরা বোলিংয়ের পর তাকে নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গতকাল (১৫ নভেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সেমিফাইনাল ম্যাচে বিধ্বংসী বোলিং করে ৭ উইকেট নেন শামি। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে প্রথম দল হিসাবে ফাইনালে উঠেছে স্বাগতিক দল।
Today’s Semi Final has been even more special thanks to stellar individual performances too.
The bowling by @MdShami11 in this game and also through the World Cup will be cherished by cricket lovers for generations to come.
Well played Shami!
— Narendra Modi (@narendramodi) November 15, 2023
ফাইনাল নিশ্চিতের পর মোদি এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) এক পোস্টে লিখেছেন, ‘অনেকের ব্যক্তিগত পারফরম্যান্স সেমিফাইনালকে আরও বিশেষ করে তুলেছে। আজকের (গতকাল) ম্যাচ তো বটেই, পুরো বিশ্বকাপজুড়ে শামির অনবদ্য বোলিং ক্রিকেটবিশ্ব চিরকাল মনে রাখবে। অনবদ্য বোলিং শামি!’
মোদির পাশাপাশি এনসিপি সভাপতি শারদ পাওয়ারও একটি এক্স-এ বিরাট কোহলি এবং মোহাম্মদ শামিকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘টিম ইন্ডিয়াকে অভিনন্দন। এই সাফল্য প্রত্যাশিত ছিল। বিরাট কোহলিকে তার রেকর্ডের জন্য এবং মোহাাম্মদ শামিকে তার দুর্দান্ত বোলিংয়ের জন্য বিশেষ অভিনন্দন। বিশ্বকাপ ফাইনালের জন্য শুভকামনা!’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।