বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। ‘খলনায়ক’ সিনেমাখ্যাত এই অভিনেতা ১২ বছর মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনের বিষয়টি নিজেই স্বীকার করেছেন এই তারকা। এমন কোনো মাদক নেই যেটি তিনি সেবন করেননি বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি সঞ্জয় দত্ত অভিনীত ‘কেজিএফ-চ্যাপটার টু’ সিনেমাটি মুক্তি পেয়েছে। বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে এটি। এই সিনেমার প্রচারের অংশ হিসেবে একটি সাক্ষাৎকারে অংশ নেন সঞ্জয়। সেখানে মাদক সেবনের বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি।
এই অভিনেতা বলেন, ‘আমি খুবই লাজুক ছিলাম। বিশেষ করে মেয়েদের ব্যাপারে। নিজেকে আকর্ষণীয় দেখানোর জন্য মাদক শুরু করেছিলাম। মাদক নেওয়ার পর মেয়েদের ব্যাপারে নিজেকে খুব আত্মবিশ্বাসী মনে হতো। তাদের সঙ্গে কথা বলতে পারতাম।’
মাদকাসক্ত হওয়ার পর জীবনের দশ বছর ঘর অথবা বাথরুমে নিজেকে বন্দি রেখেছিলেন সঞ্জয়। এমনকি মাদক নিরাময় কেন্দ্র থেকে ফেরার পরও তাকে মাদকাসক্ত বলা হতো। সঞ্জয়ের ভাষায়, ‘আমি মনে করি এটি ঠিক নয়। রাস্তাঘাটে মানুষ এগুলো বলতো। তখন ভাবতাম, আমাকেই কিছু করতে হবে। এরপর নিয়েমিত ব্যায়াম শুরু করি। নিজের ভাবমূর্তি ফিরিয়ে আনি।’
গত ১৪ এপ্রিল মুক্তি পেয়েছে ‘কেজিএফ-চ্যাপটার টু’। মাত্র দুই দিনে ৩০০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ‘রকিং স্টার’ যশ, শ্রীনিধি শেঠি, অনন্ত নাগ, অচ্যূত কুমার প্রমুখ। ‘কেজিএফ- টু’ সিনেমাটিতে খল চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।