বিনোদন ডেস্ক : অভিনয়ের পাশাপাশি বিভিন্ন মন্তব্যের জেরে প্রায়ই আলোচনায় আসেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। স্বামীকে সারাক্ষণ আগলে রাখেন রত্না পাঠক শাহ। মুসলিম-বিদ্বেষের জেরে প্রাণ সংশয় হতে পারে, এমন আশঙ্কাও প্রকাশ করেছিলেন অভিনেত্রী। তবুও আটকে রাখা গেল না নাসিরুদ্দিন শাহকে। মনের ভাবনা জোর গলায় বলেই ফেললেন তিনি।
সামনেই মুক্তি পেতে চলেছে নাসিরুদ্দিন শাহ অভিনীত ‘তাজ – ডিভাইডেড বাই ব্লাড (Taj – Divided by Blood)।’ জি ফাইভের এই সিরিজে মোগল সম্রাট আকবের চরিত্রে রয়েছেন নাসিরুদ্দিন শাহ। সিরিজ মুক্তির আগে বোমা ফাটালেন বর্ষীয়ান এ অভিনেতা। তার সাফ কথা- ‘মোগলরা যদি এতই শয়তানের মতো কাজ করে থাকেন, তাহলে তাদের তৈরি লালকেল্লা, তাজমহল ভেঙে ফেলুন।’
এ অভিনেতার মতে, মোগলদের মহিমান্বিত করার দরকার নেই, কিন্তু তাদের অপমান করাও উচিত নয়।
ঠিক কী বলেছেন নাসিরুদ্দিন শাহ?
নাসিরুদ্দিন শাহ বলেন, ‘ইদানীংকালে বেশিরভাগ সময়ই ভারতের ইতিহাসকে ভুলভাবে ব্যাখা করা হচ্ছে। বহুদিন ধরেই এই প্রবণতা বেশ স্পষ্ট। ভারতীয় ইতিহাসে মোগলদের খলনায়ক হিসেবে দেখানো হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘আমার অবাক লাগে, এটা একদম হাস্যকর যে মানুষ আকবর এবং হত্যাকারী নাদির শাহ অথবা তৈমুরের ফারাক বোঝে না। ওরা ভারতকে লুট করতে এসেছিল কিন্তু মোগলরা তো তা করেননি। মোগলরা ভারতে এসে সেখানে নিজেদের বসতি গড়ে তুলেছেন। আর তাদের যা অবদান সেটা আপনি অস্বীকার করতে পারবেন?’
নাসিরুদ্দিন শাহ বলেন, ‘ইতিহাস চেতনার অভাব দেশে বাড়ছে। অতীতকে নিন্দার চোখে দেখছে দেশবাসীর একটা অংশ, যা কোনোভাবেই কাম্য নয়।’
বিরক্তিকর কণ্ঠে তিনি বলেন, ‘যদি মোগলদের সবই খারাপ, তাহলে তাজমহল, লাল কেল্লা, কুতুব মিনার- সব ভেঙে দিন। আমরা কেন লাল কেল্লাকে পবিত্র বলি? সেটা তো মোগলদের তৈরি।’
এই প্রথম নয়, এর আগেও মোগল সম্রাটদের নানা গুণগান করেছেন নাসিরুদ্দিন শাহ। বছর দেড়েক আগে তাকে বলতে শোনা গিয়েছিল, ‘মোগলদের নৃশংসতা নিয়ে প্রায়শয়ই চর্চা করা হয়। কিন্তু আমরা ভুলে যাই মোগলরা সেই মানুষ, যাদের অবদান অনস্বীকার্য এই দেশের উন্নয়নে। মোগলরাই ভারতের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রসিদ্ধ স্থাপত্যগুলো গড়ে তুলেছে। নাচ, গান, আঁকা, সাহিত্য- সব ক্ষেত্রে মোগলদের অবদান রয়েছে। এটাকে তারা নিজেদের মাতৃভূমি হিসাবে গড়ে তুলেছে, চাইলে আপনারা তাদের উদ্বাস্তু বলতেই পারেন।’
‘তাজ – ডিভাইডেড বাই ব্লাড’ সিরিজে নাসিরুদ্দিন শাহ ছাড়াও শেহজাদা সেলিমের চরিত্রে রয়েছেন আসিম গুলাটি, তাহা শাহ রয়েছেন শেহজাদা মুরাদের ভূমিকায়। অদিতি রাও হায়দারিকে দেখা যাবে আনারকলি হিসেবে, ধর্মেন্দ্র থাকছেন সেলিম চিস্তির ভূমিকায়।
জি-ফাইভে আগামী ৩ মার্চ মুক্তি পাবে এই সিরিজ।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।