বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এসে গেছে নতুন বছর ২০২৫! ২০২৪ সালের শেষ দিনটিতে (৩১ ডিসেম্বর) ঘড়ির কাঁটায় ১২টা বাজতেই নতুন বছর উদযাপন শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। দিন-রাতের সময়ের পার্থক্যের কারণে বিশ্বজুড়ে ২০২৫-এর আগমন হয়েছে ভিন্ন ভিন্ন সময়ে। তাই উদযাপনের সময়ও ছিল ভিন্ন। এবার জানা গেল, মহাকাশে নভোচারীরা কীভাবে উদযাপন করছেন নতুন বছর!
গতকাল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) জানিয়েছে, মহাকাশে অবস্থান করা নভোচারীরা ১৬ বার নতুন বছর উদযাপন করতে চলেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (পূর্বের টুইটার) পোস্ট করে সংস্থাটি জানিয়েছে,নতুন বছর আগমনের সময় পৃথিবীর কক্ষপথে নভোচারীরা পৃথিবীপৃষ্ঠ থেকে প্রায় ৪০০ কিলোমিটার উচ্চতায় অবস্থান করবেন এবং প্রতি ৯০ মিনিটে একবার করে পৃথিবী প্রদক্ষিণ করবেন। এর ফলে নভোচারীরা ১৬ বার সূর্যাস্ত ও সূর্যোদয় দেখতে পাবেন এবং ১৬ বার নতুন বছর উদযাপনেরও সুযোগ পাবেন!
আমেরিকার নাসা ও রাশিয়ার রসকসমস মহাকাশ গবেষণা সংস্থার যৌথ পরিচালনায় ‘এক্সপেডিশন ৭২’ মিশনের অধীনে বর্তমানে বেশ কয়েকজন নভোচারী মহাকাশে অবস্থান করছেন। এর মধ্যে আছেন গত জুনে মহাকাশে গিয়ে আটকে পড়া ২ নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামসও। এছাড়া আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আরও আছেন আলেক্সেই অভচিনিন, ইভান ভাগনার, ডন পেতিত, আলেকজান্ডার গরবুনভ ও নিক হগ।
উল্লেখ্য, গত বছর জুনে ৮ দিনের মহাকাশ অভিযানে বোয়িং-এর স্টারলাইনার রকেটে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পারি জমান সুনিতা ও বুচ। তবে স্টারলাইনার রকেট’টিতে যান্ত্রিক ত্রুটির কারণে আর ফেরা হয়ে উঠেনি তাঁদের। এর পর থেকেই মহাকাশ স্টেশনে আছেন নভোচারীদ্বয়।
এ বছর (২০২৫) ফেব্রুয়ারি’তে স্পেসএক্সের ক্রু ড্রাগন মহাকাশযানে চড়ে তাঁদের পৃথিবী’তে ফেরার কথা থাকলেও সম্প্রতি নাসা জানিয়েছে আগামী মার্চের আগে ফেরা হচ্ছে না তাঁদের।
তবে বড়দিন ও নতুন বছরের আগমনকে সামনে রেখে কিছুদিন আগেই স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে করে প্রয়োজনীয় দ্রব্যাদি ও উপহার সামগ্রী পাঠানো হয়েছে মহাকাশ স্টেশনে। তাই নতুন বছরকে ১৬ বার স্বাগত জানানোর পর্যাপ্ত রসদ নভোচারীদের কাছে আছে বলেই মনে হচ্ছে।
তথ্যসূত্র: আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস), নাসা, ইন্ডিয়া টুডে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।