জুমবাংলা ডেস্ক : মহাসড়কে ডাকাতি বেড়েই চলেছে। দেশি অস্ত্রের পাশাপাশি অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে ডাকাতরা যাত্রীদের জান-মালের ক্ষতি করছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঠিক নজরদারির অভাবে এমনটি ঘটছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিঞা।
তিনি বলেন, ‘স্বীকার করছি, সম্প্রতি মহাসড়কে ডাকাতি বেড়েছে।
তবে নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নিয়েছি।’ তিনি বলেন, ‘ঈদ সামনে রেখে বর্তমানে মহাসড়কে ডাকাতির ঘটনা বাড়ছে বলে তথ্য পেয়েছি।’
সর্বশেষ গত শনিবার গভীর রাতে তেঁতুলিয়া ও পঞ্চগড়ে গণডাকাতি হয়। এ সময় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ডাকাতদলের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে শুক্রবার মধ্যরাতে পাবনার সাঁথিয়ায় গণডাকাতির ঘটনা ঘটে। এর আগে ৪৮ ঘণ্টার মধ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে বিদেশ থেকে আসা দুজন প্রবাসী ডাকাতদলের কবলে পড়েন।
জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে ডাকাতি হলেও কিছু এলাকায় এসব ঘটনা বেশি ঘটছে। ডাকাতির জন্য নির্জন স্থান বেছে নিচ্ছে ডাকাতদল।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও কুমিল্লার মহাসড়ক চান্দাইল, নারায়ণগঞ্জের সিমরাইলে বেশি ডাকাতির ঘটনা ঘটছে। এ ছাড়া তেঁতুলিয়া ও পঞ্চগড়েও বেশি ডাকাতি হচ্ছে। অপেক্ষাকৃত নির্জন সড়কে ডাকাতির ঘটনা বেশি ঘটছে জানিয়ে হাইওয়ে পুলিশ বলছে, এসব এলাকায় অনেককে আগে থেকে টার্গেট করেও ডাকাতির ঘটনা ঘটছে। বিশেষ করে প্রবাসীদের গাড়ি টার্গেট করছে ডাকাতদল। তাঁদের বিমানবন্দর থেকেও অনুসরণ করা হতে পারে।
একইভাবে শুক্রবার রাতে পাবনার সাঁথিয়ায় আঞ্চলিক সড়কের ছেচানিয়া ব্রিজের পাশে বাস-ট্রাকসহ অন্তত ১৫টি গাড়িতে গণডাকাতির ঘটনার অভিযোগ পেয়েছে পুলিশ। আমাদের পাবনা প্রতিনিধি খোঁজ নিয়ে জানতে পারেন, সেখানে গণডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল প্রথমে একটি পণ্যবাহী ট্রাক আটকে রাখে। এর কিছু সময়ের মধ্যেই বাস, ট্রাক, প্রাইভেট কার ও হাইয়েস মাইক্রোবাসসহ অন্তত ৪২টি গাড়ি আটকা পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী এই তাণ্ডব চালায় ডাকাতরা।
গত ১৪ জানুয়ারি র্যাব পরিচয়ে নারায়ণগঞ্জ বন্দরে যাত্রীবাহী বাসের গতিরোধ করে দুই প্রবাসীকে তুলে নিয়ে মারধর ও ডাকাতির ঘটনা ঘটে। ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে চলন্ত বাসে যাত্রীবেশে গত ১৩ ফেব্রুয়ারি ডাকাতির ঘটনা ঘটে। গত দুই মাসে বাগেরহাট, সুনামগঞ্জ, সিলেটসহ বেশ কয়েকটি জায়গায় রাতে বাস থামিয়ে ডাকাতির ঘটনা ঘটে। এ ছাড়া গত ১৫ জানুয়ারি মহাসড়কের মিশ্বানী এলাকায় ৩০০ বস্তা চালভর্তি ট্রাক পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটে।
গত ৮ ফেব্রুয়ারি মহাসড়কের পাশে অবস্থিত মিয়াবাজার মসজিদ মার্কেটে প্রীতি জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। লুট হয় ৩৫ ভরি স্বর্ণ। ডাকাতদের গুলিতে আহত হন মোশাররফ নামের এক ব্যবসায়ী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।