জুমবাংলা ডেস্ক : মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কের পাশ থেকে উদ্ধার হওয়া গুলিবিদ্ধ মরদেহের পরিচয় মিলেছে। তিনি ঢাকার ওয়ারি এলাকার সাহিদা আক্তার বলে জানিয়েছে পুলিশ। তবে তার গ্রামের বাড়ি ময়মনসিংহ।
শ্রীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, নিহতের মা ও ভাই শ্রীনগর থানায় এসেছেন। তারা মরদেহ শনাক্ত করেছেন। তবে কীভাবে ওই নারী গুলিবিদ্ধ হলো এ ব্যাপারে কিছু জানা যায়নি।
তিনি আরও বলেন, নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে শনিবার (৩০ নভেম্বর ) সকাল ৮টার দিকে শ্রীনগরের দোগাছী এলাকার সার্ভিস সড়কে ওই নারীর গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশ থেকে ৫টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।