মহাকাশযান দিয়ে গ্রহাণুকে ধাক্কা, যা জানাল নাসা

মহাকাশযান দিয়ে গ্রহাণুকে ধাক্কা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : পৃথিবীকে রক্ষার উদ্দেশ্যে গ্রহাণুকে ধাক্কার পরীক্ষায় সফলতা পেল মার্কিন মহাকাশবিজ্ঞান সংস্থা নাসা। মহাকাশে আসন্ন ধূমকেতুর সঙ্গে মহাকাশযানের সংঘর্ষ ঘটিয়ে সেই গ্রহাণুর গতিপথ বদল করতে সফল হলেন বিজ্ঞানীরা।

মহাকাশযান দিয়ে গ্রহাণুকে ধাক্কা

নাসার পক্ষ থেকে এই সফল পরীক্ষণের কথা ঘোষণা করা হয়। সঙ্গে সঙ্গে আলোড়ন পড়ে যায় সারাবিশ্বের বিজ্ঞানী মহলে। এই পরীক্ষার ফলে আমাদের গ্রহ পৃথিবীর দিকে আসা যেকোনও বিপজ্জনক মহাকাশীয় বস্তুর গতিপথ পরিবর্তন করা সক্ষম হবে বলে মনে করা হচ্ছে।

মুক্তি পেল যশের ‘ইয়ারিয়া টু’র টিজার

জানা গেছে, ডিমরফোস নামের ওই গ্রহাণুটিতে আঘাত করে তার গতিপথ পরিবর্তন করা হয়। পরীক্ষাটির সাংকেতিক নাম দেওয়া হয়েছিল ছিল ডার্ট। নাসার মহাকাশযান গ্রহাণুটির গতিপথ কতটা সক্ষম হয়েছে, তা দেখতে টেলিস্কোপে বিশেষ নিরীক্ষণ করা হয়। এতে দেখা যায় মহাকাশে প্রায় ৩২ মিনিট পর্যন্ত গতিপথ পরিবর্তন হয়েছে গ্রহাণুটির। সূত্র: নাসা ওয়েবসাইট, বিবিসি