স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের হয়ে এক সময়ের দুর্দান্ত খেলা ও বর্তমান দেশটির জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফের মেয়ের বিবাহ সম্পন্ন হয়েছে।
শুক্রবার টুইটারে মেয়ের বিয়ে সংক্রান্ত একটি ছবি শেয়ার করেন তিনি।
ছবিতে দেখা যায়, চেহারা আবৃত মেয়ের মাথায় হাত রেখে মলিন মুখে দাঁড়িয়ে আছেন পাকিস্তানের সাবেক এই ক্যাপ্টেন।
ওই ছবির ক্যাপশনে মেয়েকে উদ্দেশ্য করে আবেগঘন একটি কবিতা লিখেছেন তিনি, যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
ইউসুফ ইয়োহানা থেকে ইসলাম গ্রহণ করে মোহাম্মদ ইউসুফ হয়ে যাওয়া এই ক্রিকেটার লিখেন-
‘আমার পুতুল (বাচ্চা), অবশেষে তোমারও বিদায়ের দিন চলে এলো।
তোমার কাটানো শৈশব আমার চোখের কোণে ভেসে আসছে।
এতো কালকেরই কথা; তুমি ছোট্ট একটি পুতুল ছিলে।
আমার অঙ্গনে তোমার স্মৃতি, তোমার কথাবার্তা বাজতে থাকবে।
বিদায়বেলা শুভেচ্ছা নিও, শুভ বিদায়।
বাবার দৃষ্টি থেকে নিজের বাড়িতে যাও, শুভ বিদায়।
হে আমার চোখের আলো মেয়ে, আজ শুভ বিদায়।’
میری گڑیا تری رخصت کا دن بھی آ گیا آخر
سمٹ آیا ہے آنکھوں میں تیرا بیتا ہوا بچپن
ابھی کل کی ہی باتیں ہیں تو اک ننھی سی گڑیا تھی
میرےآنگن میں ٹھہریں کی تری یادیں تری باتیں
لومبارک ہو تمہیں وقت سفراب الوداع
جاو بابل کےنگرسےاپنےگھر
الوداع
اےمری دخترمری نورنظر اب الوداع pic.twitter.com/hsYYtulmL3— Mohammad Yousaf (@yousaf1788) March 18, 2022
বিয়ের সংবাদ টুইটারে জানানোর পরে মোহাম্মাদ ইউসুফের মেয়েকে শুভ কামনা জানাচ্ছেন পাকিস্তানের সর্বস্তরের জনগণ। বিরোধী দলীয় নেত্রী মারইয়াম নওয়াজ থেকে শুরু করে বর্তমান ও সাবেক ক্রিকেটাররা আছেন এই তালিকায়।
সূত্র : জিও নিউজ ও ডেইলি জং
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।