জুমবাংলা ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত সন্দেহে গত তিন দিনে ১০৮ জনকে গ্রেফতারের তথ্য জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (২৯ অক্টোবর) পুলিশ সদর দফতরে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর পৃথক তিনটি অভিযানে সর্বশেষ সোমবার ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত দুই দিনে (শনি ও রোববার) মোহাম্মদপুর থেকে ৭৯ জনকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, গত রাতে মোহাম্মদপুর থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে সাত জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দুটি রিভলবার, ২০ রাউন্ড গুলি ও ৫টি চাপাতি উদ্ধার করা হয়। পৃথক অভিযানে মোহাম্মদপুর এলাকা থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা, দুটি সামুরাই, একটি চাপাতি, একটি ছুরি ও একটি অটোরিকশা জব্দ করা হয়।
এছাড়া মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলায় তিন জন সক্রিয় ডাকাত সদস্য, দস্যুতা মামলায় পাঁচ জন, চুরি মামলায় তিন জন পেশাদার চোর এবং ডিএমপি অ্যাক্টে দুই জনকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুরে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এআইজি সাগর।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel