মোহাম্মদ শামির টাক মাথায় চুল গজানোর রহস্য কি?

স্পোর্টস ডেস্ক : কয়েক বছর আগে ছবিটা অন্য রকম ছিল। মহম্মদ শামির মাথায় চুল ক্রমশ পাতলা হচ্ছিল। প্রায় টাক পড়ে গিয়েছিল। এখন সেই শামির মাথাভর্তি চুল। কী ভাবে বদলে গেলেন তিনি? কী ভাবে তাঁর মাথায় চুল গজাল? বিশ্বকাপ শেষে জানা গেল তার নেপথ্য কারণ।

চিকিৎসা করিয়ে মাথায় চুল গজিয়েছেন শামি। সেই দায়িত্ব নিয়েছেন ভারতের দুই চিকিৎসক প্রদীপ শেঠি ও আরিকা বনশল। তাঁদের মতে, শামির মতো খ্যাতনামীদের ক্ষেত্রে মাথাভর্তি চুল শুধু ভাল দেখানোর জন্য নয়, আত্মবিশ্বাস ও মানসিক শান্তির জন্যও খুব গুরুত্বপূর্ণ। এতে তাঁদের ব্যক্তিত্ব ফুটে ওঠে। শেঠি বলেন, ‘‘চুল কোনও মানুষের আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের পরিচয় দেয়। যদি সেই ব্যক্তি খ্যাতনামী হন, তা হলে তো কোনও কথাই নেই।’’

চিকিৎসকদের মতে, শুধুমাত্র শারীরিক কারণে মাথার চুল পড়ে যায় তা নয়, তার নেপথ্যে মানসিক কারণও দায়ী। মনে কতটা স্থিরতা রয়েছে তার উপরেও অনেক কিছু নির্ভর করে। অনেকেই চুল পড়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন না। কিন্তু অনেকের কাছেই আবার মাথার চুল খুব গুরুত্বপূর্ণ। চুল নিয়ে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা চালান তাঁরা। মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলির মতো ক্রিকেটারদের দেখা যায়, নানা কায়দায় চুল কাটাচ্ছেন।

শামির মাথায় চুল গজানোর পরে তাঁর আত্মবিশ্বাস আরও বেড়েছে বলে জানিয়েছেন শেঠি। তিনি বলেন, ‘‘যাঁরা চিকিৎসা ঠিক ভাবে করান ও আমাদের বলা নিয়ম মেনে চলেন তাঁরা সুফল পান। শামির ক্ষেত্রেও সেটা হয়েছে। ওর কেরিয়ারে অনেক পার্থক্য হয়েছে। শামি নিজে আমাদের সেটা জানিয়েছেন। উনি বলেছেন, মাথায় চুল গজানোর পরে ওঁর আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছে। সেই সঙ্গে ওঁর মানসিক স্বাস্থ্যও ভাল হয়েছে।’’

মাথায় চুল গজানোয় খুশি শামি। সে কথা প্রকাশ্যে বলেছেন তিনি। ভারতীয় ক্রিকেটার বলেন, ‘‘আমি ভাবতে পারিনি এতটা উন্নতি সম্ভব। চিকিৎসকেরা আমার খেয়াল রেখেছেন। প্রয়োজনীয় সব কিছু করেছেন। আমার এই বদলে আমি খুব খুশি।’’