বিনোদন ডেস্ক : স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ে মঙ্গলবার (২৮ নভেম্বর) একটি ছবি পোস্ট করা হয়েছে। কয়েকটি ইংরেজি অক্ষর আর শূন্যস্থান ছিল সেখানে। ক্যাপশনে বলা হয়েছে, ‘নামটা অনুমান করতে পারবেন?’
এর পরে অধিকাংশ বলেন, এখানে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর ৩’-এর ইঙ্গিত দেয়া হয়েছে। কেউ লেখেন, ‘ওসি হারুন’, কেউ লেখেন, ‘মোশাররফ করিম।’ কেউ প্রশ্ন করেছেন, তবে কি ‘মহানগর ৩’ আসছে? মন্তব্যের সিংহভাগই ‘মহানগর ৩’ বলছেন।
এ বিষয়ে সিরিজটির নির্মাতা আশফাক নিপুণ বলেন, ‘হইচই বাংলাদেশের অফিসিয়াল ঘোষণার একটা ব্যাপার আছে এবং তারা প্রমোশন চালাচ্ছে। ফলে দর্শকের মাঝে আগ্রহ তৈরি হয়েছে। এই বিষয়টি আমার চোখেও পড়েছে। অনেকেই জানতে চাচ্ছেন এটি ‘মহানগর ৩’-এর আভাস কি না? নির্মাতা হিসেবে এটা অবশ্যই আমার জন্য তৃপ্তিদায়ক।’
এ নির্মাতা আরও বলেন, ‘বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, এর আগে কখনো দুটি সিজন কোনো সিরিজের হয়নি। আর হলেও দুটি সিরিজই জনপ্রিয় হয়নি। অথবা দর্শকদের মধ্যে তৃতীয় সিরিজের জন্য এতো আগ্রহ দেখা যায়নি। আন্তর্জাতিক বিনোদন জগতেও দেখা যায়, প্রথম কিস্তির পর দ্বিতীয় কিস্তিতে তেমন আগ্রহ থাকে না। তবে সবকিছু ছাপিয়ে আমার তৈরি ‘মহানগর’ প্রথম ও দ্বিতীয় কিস্তি দর্শকরা অনেক পছন্দ করেছেন। আর একজন নির্মাতা হিসেবে সেটি ভালো লাগে।
হইচইয়ের পোস্ট করা ছবিতে কয়েকটি অক্ষর আর শূন্যস্থান ছিল। দর্শকের আগ্রহ এতটাই তুঙ্গে যে অধিকাংশই মন্তব্য করেন মোশাররফ করিম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।