বিনোদন ডেস্ক : ‘এখন আমরা যারা ওটিটিতে কাজ করছি, নাটকেও করছি। দুটোর মধ্যে পার্থক্য হলো ওটিটি জায়গাটা বেশ সিরিয়াস। একটু সময় নিয়ে সিরিয়াসলি কাজটা করা যায় এখানে। একটা সময় যেটা আমরা মঞ্চে করতে পারতাম। প্রপার রিহার্সাল, যত সময়ই লাগুক। সেভাবে কাজ করা যায় এখন ওটিটিতে। যেটা নাটকে সম্ভব হয় না।’
নাটক এবং ওয়েব সিরিজের কাজের পার্থক্য প্রসঙ্গে কথাগুলো বলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
শুধু নাটক, ওয়েব সিরিজ নয়, তিনি সফলতার ছাপ রাখছেন সিনেমাতেও। পাশাপাশি যুক্ত হচ্ছেন ওপার বাংলার একাধিক কাজের সঙ্গে। জনপ্রিয় এই অভিনেতার আলোচিত একটি ওয়েব সিরিজ ‘মহানগর’। নির্মাতা আশফাক নিপুনের এই সিরিজটি ২০২১ সালে দুই বাংলায় তুমুল জনপ্রিয়তা পায়। এতে ওসি হারুন চরিত্রে মোশাররফ করিমের অনবদ্য অভিনয় দারুণ প্রশংসিত হয়। এরপর থেকেই দর্শকরা অপেক্ষায় ছিলেন সিরিজটির দ্বিতীয় পর্বের। অবশেষে সেই প্রতীক্ষার পালা শেষ হচ্ছে, ওসি হারুণ ফিরছেন! আসছে ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে ‘মহানগর টু’।
সম্প্রতি ওটিটি প্লাটফর্ম হইচইয়ের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। মহানগরে অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করে গত বুধবার রাতে রাজধানীর গুলশান ক্লাবের মঞ্চে দাঁড়িয়ে মোশাররফ করিম বলেন, ‘মহানগরের শুটিং কখনোই আনন্দদায়ক ছিল না। কারণ এই সিরিজে আর্টিস্ট না নিয়ে বাদুড় নিলেই ভালো হতো। সারারাত জেগে বাদুড়রা কাজ করতো। পরে অ্যানিমেল চ্যানেলে বিক্রি করে দিলে, তাতে আর্টিস্ট পেমেন্ট লাগতো না। কম খরচে হয়ে যেতো। আসলে সিরিয়াসলি বললে মহানগর শুরু থেকে এ পর্যন্ত পুরোটাই চ্যালেঞ্জ। শুটিংয়ের আগে-পরে সব মিলিয়ে একটা টেনশন কাজ করে।’
নির্মাতা আশফাক নিপুণ জানান, ‘মহানগর টু-এর শুটিং এরইমধ্যে শেষ হয়েছে। শিগগিরই সিরিজটির সম্পাদনার কাজও শেষ করে মুক্তি দেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।