জুমবাংলা ডেস্ক : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বড় একটি আর্থিক সিদ্ধান্ত চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়। বহুদিনের প্রতীক্ষার পর অবশেষে মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে। আগামী ১ জুলাই থেকে এই ভাতা কার্যকর হবে বলে জানানো হয়েছে। তবে এর সঙ্গে সঙ্গে ২০২৩-২৪ অর্থবছর থেকে চালু হওয়া ৫ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে।
কোন গ্রেডে কত হারে মহার্ঘ ভাতা?
চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতার হার নির্ধারণ করা হয়েছে:
- ১ম থেকে ৯ম গ্রেড: ১৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন।
- ১০ম থেকে ২০তম গ্রেড: ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন।
এই সিদ্ধান্ত অনুযায়ী সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ৭ হাজার কোটি টাকা।
পূর্বের প্রণোদনার অবস্থা
২০১৫ সাল থেকে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আসছেন। এর পাশাপাশি, ২০২৩-২৪ অর্থবছর থেকে অতিরিক্ত ৫ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা চালু করা হয়েছিল। তবে নতুন করে মহার্ঘ ভাতা চালুর ফলে এই বিশেষ প্রণোদনা সুবিধাটি বাতিল হয়ে যাবে।
সারসংক্ষেপে গুরুত্বপূর্ণ পয়েন্ট
- মহার্ঘ ভাতা কার্যকর: ১ জুলাই ২০২৫ থেকে।
- ১ম-৯ম গ্রেড: ১৫% মহার্ঘ ভাতা।
- ১০ম-২০তম গ্রেড: ২০% মহার্ঘ ভাতা।
ছাত্রদল নেতার নেতৃত্বে ‘ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে ১৬ ঘণ্টা নির্যাতন
- বাতিল হচ্ছে ২০২৩-২৪ সালের ৫% বিশেষ প্রণোদনা।
- সরকারের বাড়তি ব্যয়: প্রায় ৭ হাজার কোটি টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।