জুমবাংলা ডেস্ক : নবম পে-স্কেল বাস্তবায়ন, ৫০ শতাংশ মহার্ঘভাতাসহ ৭ দাবিতে মহাসমাবেশ করেছে ১১ থেকে ২০ গ্রেডের সরকারি কর্মচারীরা। ১৫ ফেব্রুয়ারির মধ্যে দাবি আদায় না হলে তারা দেশব্যাপী কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে তারা এ সমাবেশ করেন।
এর আগে সারাদেশ থেকে সরকারি কর্মচারীরা রাজধানী ঢাকার কেন্দীয় শহীদ মিনারে জড়ো হয়ে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন। শাহবাগে এলে পুলিশি বাধার মুখে পড়তে হয় তাদের। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশকে জলকামান ব্যবহার করতে দেখা যায়।
কর্মচারীরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর পুলিশ আন্দোলনকারী নেতাদের সঙ্গে কথা বলে। পরে তাদের সাত সদস্যের একটি প্রতিনিধিদলকে যমুনায় যাওয়ার সুযোগ দেয়া হয়। বিকেল সোয়া ৩টার দিকে তারা তাদের দাবি সম্বলিত স্মারকলিপি নিয়ে যমুনায় যান।
সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ-এর মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্য-এর সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন-এর প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
মাহমুদুর রহমান মান্না বলেন, এমন বেতন ব্যবস্থা করতে হবে, যাতে তেলা মাথায় তেল না পড়ে আর ক্ষুধা পেটে ভাত পড়ে।
আপনার নিজেদেরকে গুছিয়ে আন্দোলন চালিয়ে যান। কোনোভাবে গণতন্ত্র ব্যাহত করা যাবে না।
জোনায়েদ সাকি বলেন, কর্মচারীদের পেটে ভাত দিতে হবে, দ্রব্যমূল্য কমাতে হবে। কর্মচারীদের ন্যায্য দাবি মেনে নেয়া উচিত সরকারের।
সরকারি কর্মচারীরা বলেন, যৌক্তিক দাবিগুলো অবিলম্বে মেনে নিতে হবে। প্রজাতন্ত্রের এই কর্মচারীরা নিরলসভাবে মানুষের সেবা দিয়ে আসছে। তাই আমাদের সঙ্গে এই বৈষম্য মানবো না। সাতদফা দাবি না মানলে আগামীতে সারা দেশে কঠোর কর্মসূচি দেয়া হবে।
সমাবেশে সারা দেশ থেকে আসা শিক্ষাপ্রতষ্ঠানসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারী উপস্থিত ছিলেন।
১৫ ফেব্রুয়ারির মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ঐক্য পরিষদের পক্ষ থেকে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচিগুলো হলো: ১৬ থেকে ২২ ফেব্রুয়ারি সপ্তাহব্যাপী সারদেশে সরকারি অফিসগুলোতে দাবি সম্বলিত ব্যানার সাটানো, লিফলেট বিতরণ, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও মিডিয়ায় যোগাযোগের মাধ্যমে নারী স্বপক্ষে জনমত গড়ে তোলা হবে।
আগামী ২৩ থেকে ২৮ ফেব্রুয়ারি সব অফিস প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও সচিবালয়ে কর্মসূচির বিষয়ে অবহিত করে স্মারকলিপি দেয়া হবে।
এসব কর্মসূচির পরেও দাবি বাস্তবায়ন না হলে ১ মার্চ সংবাদ সম্মেলনের মাধ্যমে স্ব-স্ব প্রতিষ্ঠানে উপস্থিত থেতে কর্মবিরতি পালনের ঘোষণা দেয়া হবে।
কর্মচারীদের দাবিগুলো হলো: বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল বাস্তবায়নের জন্য পে-কমিশন গঠন ও পে-স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ৫০ শতাংশ মহার্ঘভাতা চলতি জানুয়ারি থেকেই কার্যকর করতে হবে।
যে সব কর্মচারী মূল বেতনের শেষ ধাপে উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে। বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য ১০ ধাপে বেতন স্কেলে নির্ধারণসহ পে-কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে।
সচিবালয়ের মতো সব সরকারি, আধাসরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের সমপদগুলোর পদবি ও গ্রেড পরিবর্তন করতে হবে এবং এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করে কর্মচারীদের মধ্যে সৃষ্ট বৈষম্য দূর করতে হবে।
২০১৫ খ্রিষ্টাব্দের পে-স্কেলের গেজেটে প্রত্যাহারকৃত ৩টি টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহাল ও সব স্বায়তশাসিত প্রতিষ্ঠানে গ্রাচ্যুইটির পাশাপাশি পেনশন প্রবর্তনসহ বিদ্যমান গ্রাচ্যুয়িটি/আনুতোষিকের হার ৯০ শতাংশের স্থলে ১০০ শতাংশ নির্ধারণ ও পেনশন গ্রাচ্যুইটি ১ টাকার সমান ৫০০ টাকা নির্ধারণ করতে হবে।
বাজারমূল্যের লাগামহীন উর্দ্ধগতি ও জীবন যাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির বিষয় বিবেচনা করে প্রদেয় সব ভাতা পুনঃনির্ধারণ, ১১-২০ গ্রেডের রেশন ব্যবস্থার প্রর্বতন ও সরকার তেকে গৃহঋণ সুবিধা সহজ করতে হবে।
ব্লক পোস্টে কর্মরত কর্মচারীসহ সব পদে কর্মরতদের পদোন্নতি বা ৫ বছর পর পর উচ্চতর গ্রেড দিতে হবে, এছাড়াও টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে।
iPhone-এ আসছে নীল ভিডিও দেখার অ্যাপ, নতুন নিয়মে বাধ্য অ্যাপল!
উন্নয়ন প্রকল্প থেকে রাজস্বখাতে স্থানান্তরিত পদের পদধারীদের প্রকল্পের চাকরিকাল গণনা করে টাইমস্কেল ও সিলেকশন গ্রেড দেয়ার অবকাশ নেই বলে অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা বৈষম্যমূলক আদেশ ও আউটসোসিং পদ্ধতিতে কর্মচারি নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।