মহেশখালীতে বড়শিতে ধরা পড়ল ২০ কেজির কাতল

২০ কেজির কাতল

জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের মহেশখালীতে বড়শিতে প্রায় ২০ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে বাবুরদিঘিতে আবু তালেব নামের এক ব্যক্তির বড়শিতে মাছটি ধরা পড়ে। পরে মাছটি দেখার জন্য বাবুরদিঘির পাড়ে স্থানীয় লোকজন ভিড় করেন।

২০ কেজির কাতল

স্থানীয় সূত্রে জানায়, প্রতিবছরের মতো এবারও বাবুরদিঘিতে তিন সপ্তাহ ধরে চলছে বড়শি উৎসব। দিঘির পাড়ে সারিবদ্ধভাবে ১৪টি বাঁশের মাচা তৈরি করে মাছ শিকার করা হচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে ওই দিঘিতে একজনের বড়শিতে ২০ কেজি ওজনের আরও একটি কাতল মাছ ধরা পড়ে। বড় বড় কাতলের পাশাপাশি প্রতিদিনই রুই ও তেলাপিয়া মাছ ধরা পড়ছে।

বড়শিতে বড় কাতল ধরা পড়ায় আবু তালেব বেশ খুশি। তিনি গোরকঘাটার স্থানীয় বাসিন্দা। আবু তালেব বলেন, ‘গত দুই সপ্তাহ ধরে বড় কোনো মাছ পাইনি। তবে এখন ২০ কেজি ওজনের বড় কাতল ধরা পড়ায় খুব খুশি লাগছে। মাছটি দেখতে অনেকেই ভিড় করছেন।’

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় ৯ একর আয়তনের বাবুরদিঘিতে প্রতিবছর বড়শি উৎসব অনুষ্ঠিত হয়। এ জন্য আগস্ট মাসের শুরুতেই স্থানীয় প্রশাসন নিলাম ডাকে। সপ্তাহের প্রতি শুক্রবার এ উৎসব চলে। এতে স্থানীয় বিভিন্ন পেশাজীবী মানুষের পাশাপাশি চট্টগ্রামের দোহাজারি, সাতকানিয়া, রামুর মৎস্য প্রেমিকেরা বড়শি উৎসবে অংশ নেন।

খোলা প্রকৃতির মাঝে বধূ সাজে দুর্দান্ত ড্যান্স দিলো সুন্দরী যুবতী

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইয়াছিন বলেন, প্রতিবছরের মতো এবারও বড়শি উৎসবের জন্য এক লাখ টাকা দিয়ে বাবুরদিঘি নিলামে দেওয়া হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকার সৌখিন মাছ শিকারিরা এই উৎসবে অংশ নেন।