বিনোদন ডেস্ক : বলিউড তার মূল্য বুঝতে পারবে না, তাই সেখানে গিয়ে সময় নষ্ট করতে চান না বলে আগেই বোমা ফাটিয়েছিলেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু। মহেশ বাবুর এই বিতর্কিত মন্তব্যের পর সাউথ সিনেমা ও বলিউডের ব্যবধান কমার নামই নিচ্ছে না।
এই বিতর্কে ঝাঁপিয়ে পড়ছে একের পর এক সেলিব্রেটি। হিন্দি সিনেমা বনাম দক্ষিণ সিনেমার এই লড়াইয়ে সম্প্রতি যুক্ত হয়েছে বলিউডের মাচোম্যান সুনীল শেঠির নামও। এই গোটা বিতর্কে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন সুনীল শেঠিও।
সুনীল শেট্টি সম্প্রতি একটি ইভেন্টে বলেছিলেন যে “বলিউড এবং দক্ষিণ ইন্ডাস্ট্রির মধ্যে এই বিরোধ সোশ্যাল মিডিয়ার কারণেই ঘটছে, এটি মিডিয়ারই তৈরি। এই প্রসঙ্গে অভিনেতার বক্তব্য, “আমরা ভারতীয় এবং আমরা যখন ওটিটি প্ল্যাটফর্মে চলচ্চিত্র দেখি, তখন ভাষা মাঝখানে আসে না। সেখানে বিষয়বস্তু অপরিহার্য। আমিও দক্ষিণ থেকে এসেছি কিন্তু আমার কর্মক্ষেত্র যদি মুম্বাই হয়, তাহলে আমি সবসময় একজন মুম্বাইকার থাকব। আসল বিষয়টি হল যে দর্শক নিজেরা ঠিক করে নেয় তাদের কোন ফিল্ম দেখা উচিত, কোনটি তাদের দেখা উচিত নয়।”
সুনীল শেঠি তার বিবৃতিতে আরও যোগ করেছেন যে, “দর্শকদের কথা আমরা সম্ভবত ভুলে যাচ্ছি। আমরা তাদের কাছে সঠিকভাবে পৌঁছাতে পারছি না। সিনেমা হোক বা ওটিটি, ‘বাপ বাপ হোতা হ্যায়’ পরিবারের বাকি সদস্যরা পরিবারের সদস্য থাকবে।’
তার বক্তব্যকে আরও এগিয়ে নিয়ে তিনি বলেন, ‘সিনেমা এমন একটি বিষয়বস্তু মা নিয়ে আরও কাজ করা দরকার এবং বলিউড সবসময় বলিউড থাকবে। ভারতকে চিনতে হলে বলিউডের নায়ককে তো চিনতেই হবে। এটি এমন একটি যাত্রা যেখানে আমাদের পুনর্বিবেচনা করতে হবে এবং দর্শকদের সামনে ভাল কন্টেন্ট উপস্থাপিত করতে হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।