মহিলাটি প্রতিরাতে সাপের সাথে ঘুমাতেন, একদিন যা ঘটলো

সাপ

লাইফস্টাইল ডেস্ক : এক মহিলা একটি ছোট্ট অজগর সাপ পুষে ছিলেন। তিনি দিনরাত সাপটিকে নিয়ে কাটিয়ে দেন। সাপটিকে স্নান করানো থেকে শুরু করে খাওয়ানো, বাগানে নিয়ে খেলা, এমনকি রাতে শোয়ার সময়ও বিছানায় নিয়েই ঘুমাতেন। সাপটিও তার কাছাকাছি থাকতে পছন্দ করতো। এইভাবে দেখতে দেখতে সাপটি একদিন বিশাল আকৃতি ধারণ করল।

সাপ

এরপর হঠাৎ একদিন সেই সাপটি খাওয়া-দাওয়া বন্ধ করে দিল। ওই মহিলার শত চেষ্টা করেও তাকে কিছু খাওয়াতে পারল না। সে সারাদিন এক জায়গায় গুটিসুটি হয়ে শুয়ে থাকতো। কিন্তু রাত হলেই মহিলাটির গা ঘেঁষে ঘুমায়।

মহিলাটির খারাপ লাগে এবং তিনি ভাবেন হয়ত সাপটির কোন বড় অসুখ করেছে। যে কারণে সাপটি কিছুই খেতে পারছে না। আর অসুখের কষ্টেই হয়তো তাকে জড়িয়ে শুয়ে থাকে। অনেক কিছু করার পরেও সাপটিকে কিছুই খাওয়ানো গেল না।

এরপর তিনি এই সাপটিকে নিয়ে গেলেন এক ডাক্তারের কাছে। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে ওই মহিলাকে প্রশ্ন করলেন, সাপটি রাত্রে কোথায় ঘুমায়? উত্তরের মহিলাটি বলেন আমার সাথে আমার রুমে ঘুমায়। ডাক্তারটি আবার জিজ্ঞাসা করলেন, সে কি আপনার গা ঘেঁষে ঘুমায়? মহিলাটি বললেন, সে আমাকে জড়িয়ে ধরে ঘুমায়।

এরপর ডাক্তারকে চিন্তিত দেখাল এবং তিনি বললেন সাপের কোন রোগ হয়নি। সে বেশ কিছুদিন যাবৎ না খেয়ে আছে কারন সে একটা বড় আহারের অপেক্ষা করছে। সে আপনার সারা শরীর পেঁচিয়ে পরীক্ষা করছে আপনার আকার কত বড় এবং আপনাকে খেয়ে ফেলতে তার শরীরের কতটা জায়গা দরকার। শুধু তাই নয়, হজম করার জন্য এতদিন না খেয়ে নিজেকে অভুক্ত রাখছে। সঠিক সময়ে আপনাকে গিলে ফেলবে।

ডাক্তারের এমন কথা শোনার পর ওই মহিলা একেবারে স্তম্ভিত হয়ে পড়ে। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না তার জন্য কি অপেক্ষা করছিল। তিনি সাপটিকে আদর-যত্নে বড় করেছিলেন কিন্তু ভুলে গিয়েছিলেন সে আসলে একটা মানুষ খেকো প্রাণী। আর কিছুদিন দেরি করলেই হয়তো তার পোষা অজগরের শিকার হতেন।

গল্পটি থেকে যে শিক্ষাটা পায় — কাউকে কখনো অন্ধ বিশ্বাস করবেন না। কেউ আপনার সাথে হেসে কথা বললেই ভাববে না যে সে আপনার বড় বন্ধু হয়ে গেছে। বরং ভাববেন সাপের বিষ দাঁত যেকোনো সময় আপনার শরীরে আঘাত করতে পারে।

মেয়েরা কোন জিনিস হাত দিয়ে দুই থেকে সাত ইঞ্চি বানিয়ে ফেলে

কে জানে, আপনার আশেপাশে ওই অজগর সাপের মত অনেক বন্ধু রয়েছে। সঠিক সময়ে তারাও আপনাকে আসল রূপ দেখিয়ে দেবে।