জুমবাংলা ডেস্ক: বাড়ির অদূরে হাওরে ধান কাটতে গিয়ে চোখে পড়ে বিশাল আকৃতির মহিষের। দীর্ঘক্ষণ মালিকের সন্ধান করেও না পেয়ে অনেক কষ্টে দলছুট মহিষটিকে ধরে বাড়িতে নিয়ে এসে বিপাকে পড়েছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার কৃষক মো. শহীদ মিয়া (৬৫)।
প্রকৃত মালিক না পাওয়ায় মহিষকে খাওয়া-দাওয়া করানোসহ রাতে পাহারা দিতে হচ্ছে। এতে শহীদ মিয়ার দৈনন্দিন কাজের ব্যাঘাত ঘটছে।
আর অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও নানাভাবে প্রচার হলে গত ৬ দিনে বেশ কয়েকজন মালিকানার দাবি তুলেছেন। আর এতে সত্যিকার প্রমাণ না পাওয়ায় সঠিক মালিকের কাছে মহিষটি দেওয়া যাচ্ছে না। এ অবস্থায় প্রায় প্রতিদিনই ১০/১২ জন করে আসছেন মহিষটি নিজের দাবি করে।
স্থানীয় সুত্র জানায়, নান্দাইল উপজেলা রাজগাতী ইউনিয়নের খলাপাড়া গ্রামে কৃষক শহীদ মিয়ার বাড়ি। আজ সোমবার (৯ মে) সকালে খলাপাড়া গ্রামে গিয়ে দেখা যায় শহীদের বাড়ির সামনে পুকুরে মহিষটি রয়েছে। বেশকিছু লোক এসেছেন মহিষটিকে একনজর দেখার জন্য। ওই গ্রামে খোঁজ নিয়ে জানা যায়, খলাপাড়া গ্রামের আশেপাশের প্রায় ১০ কিলোমিটারের মধ্যে কেউ মহিষ লালনপালন করেন না।
শহীদ মিয়া বলেন, গত বুধবার (৪ মে) তিনি গ্রামের পাশে ভেদারপুড়ি হাওরে যান ধান কাটার জন্য। কয়েকটি গরু সঙ্গে নিয়ে গিয়েছিলেন ঘাঁস খাওয়ানোর জন্য। ধান কর্তনের সময় তিনি দেখতে পান হাওরের মাঝখানে একটি মহিষ দাঁড়িয়ে রয়েছে। কিন্তু আশেপাশে যতদূর চোখ যায় কাউকে দেখতে পাননি। এরপর অনেক চেষ্টার পর মহিষটিকে ধরতে সক্ষম হন। পরে মহিষটি বাড়িতে নিয়ে এসে বেঁধে রাখেন। কিন্তু পরদিন দেখতে পান মহিষটি দড়ি ছিঁড়ে পালিয়েছে। আবার সেই হাওড়ে ধান কাটতে গিয়ে দেথতে পান মহিষটি আগের জায়গায় দাঁড়িয়ে রয়েছে। গ্রামের আবদুর রশিদ ও শামছু মিয়া মহিষ ধরার চেষ্টা করে আহত হন। কিন্তু শহীদ মিয়া দ্বিতীয়বারও মহিষটি ধরতে সফল হন।
এরপর থেকে মহিষটি শান্ত হয়ে শহীদ মিয়ার বাড়িতে অবস্থান করছে। তিনি প্রাণিটিকে তিনবেলা খাওয়াচ্ছেন। রাতে পাহারা দিচ্ছেন যাতে কেউ চুরি করতে না পারেন। গ্রামের এক ব্যক্তি মালিকের সন্ধান পেতে মহিষের ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। কিন্তু কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা থেকে দুই ব্যক্তি এসে মহিষের মালিক পরিচয়ে তা ফেরত চান। কিন্তু তাঁরা কাগজপত্র দেখাতে পারেনি। গতকাল সোমবারও ভৈরব ও কালিয়াঝুড়ি থেকেও বেশ কয়েকজন লোক মহিষের মালিকানা দাবি করে আসলেও প্রয়োজনীয় প্রমাণ না দেওয়ায় ফেরত গেছেন। এই মহিষটিকে দেখতে প্রতিদিনই কৃষক শহীদের বাড়িতে আসছেন উৎসুক লোকজন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।