ভোলার চরফ্যাশনে ভেসে এলো জনমানবহীন বিদেশি জাহাজ

বিদেশি বিশাল জাহাজ

জুমবাংলা ডেস্ক : বঙ্গোপসাগর মোহনায় ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচরের কাছে ভেসে এসেছে ‘আলকুবতান’ নামের একটি বিদেশি বিশাল জাহাজ।

বিদেশি বিশাল জাহাজ

জানা যায় বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালের দিকে চরনিজামের স্থানীয়রা চরনিজামের পূর্ব পাশে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থা আটকে থাকা জাহাজটি দেখতে পায়। জাহাজটি ছিল জনমানবহীন। ভেতরে রয়েছে একটি এক্সকেভেটর (ভেকু মেশিন) ,একটি পাথর ভাঙার মেশিন, পাথরসহ অন্যান্য প্রয়োজনীয় মালামাল।

স্থানীয়দের ধারণা, জাহাজটিতে প্রায় ৩০ লাখ টাকার মালামাল রয়েছে। জাহাজটি ভাসমান অবস্থায় ও লোকজনহীন দেখে স্থানীয়রা ঢালচর ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনকে জানায়।

ঢালচর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার বলেন, জাহাজটি চরনিজামের পূর্ব পাশে ভাসমান অবস্থা দেখতে পেলে স্থানীয়রা আমাকে জানায়। বৈরি আবহাওয়ার কারণে ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। তবে জাহাজটিকে হেফাজতে আনার চেষ্টা চালাচ্ছেন বলে জানান।

দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ শাখাওয়াত হোসেন জানান, বিষয়টি শুনেছি, তবে মনপুরার ওসি জানিয়েছেন এটি মনপুরা এলাকার মধ্যে।

গ্রাহকদের বড় দুঃসংবাদ দিলো রবি-এয়ারটেল

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান বলেন, আলকুবতান নামের একটি আরব আমিরাতের (বিদেশি) জাহাজ চরনিজামে ভেসে আসছে শুনছি। চরমানিকা কোস্ট গার্ড, নেভিসহ স্থানীয় থানা পুলিশকে বলা হয়েছে। রাতে মনপুরা থানা পুলিশ সেখানে পাহারার ব্যবস্থা নেবে।