সংগীতশিল্পী ও নির্মাতা আরাফাত মহসীনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এভরিথিং ইজ নাথিং’ সম্প্রতি ১০ম গোয়া শর্ট ফিল্ম ফেস্টিভালে ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য নির্বাচিত হয়েছে। আগামী ৪ নভেম্বর এর প্রদর্শনী। এতে অভিনয় করেছেন নির্মাতা মহসীনের মা অভিনেত্রী মাহমুদা আপন।
আরাফাত মহসীন জানান, শখে মাকে অভিনয় করিয়েছেন। তিনি আগে টুকটাক অভিনয় করেছেন। ‘এভরিথিং ইজ নাথিং’ ছবির শুটিং শেষ হয় গেল মে মাসে। নির্মাতা বলেন, জুলাইতে গোয়া শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণের জন্য আবেদন করি। ১ অক্টোবর জানতে পারি ছবিটি নির্বাচিত হয়েছে।
নির্মাতা আরাফাত মহসীন বলেন, শর্ট ফিল্মটিতে মাত্র দুটি বা তিনটি সংলাপ আছে এবং পুরো গল্পটি আমার মায়ের চরিত্রকে ঘিরে। এটি আমার প্রথম শর্টফিল্ম, আমি নিজের কিছু ভাবনাকে এক্সপেরিমেন্ট করতে চেয়েছি। এমন একটি উৎসবে আমার শর্টফিল্মটি নির্বাচিত হতে দেখে আমার মনটা আনন্দে ভরে গেছে। আমি উচ্ছ্বসিত, কারণ এই ছবিতে আমার মাকে দেখানো হয়েছে; পুরো গল্পটি তাকে ঘিরেই আবর্তিত হয়েছে।’
নির্মাতা আরাফাত মহসীন মূলত সংগীতশিল্পী। সম্প্রতি মুক্তি পাওয়া ‘দামাল’ ও ‘সুড়ঙ্গ’ সিনেমায় সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। গত বছর নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন আরাফাত মহসীন। এরই মাঝে বেশ কিছু বিজ্ঞাপন নির্মাণ করেছেন আরাফাত, যেগুলো প্রশংসিতও হয়েছে।
‘এভরিথিং ইজ নাথিং’ নির্মিত হয় মার্জ ক্রিয়েটিভের এবং সিনকাট পিকচারের কোলাবোরেশনে। প্রযোজনা করেছেন আরাফাত কীর্তি, ক্রিয়েটিভ প্রযোজনায় আছেন রাবা খান ও ফাহাদ রিয়াজ খান।
স্বল্পদৈর্ঘ্যের পরিচালনা, কাহিনী, সংগীত ও চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন আরাফাত মহসীন নিজেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।