ঢাকাই সিনেমার নবাগত নায়িকা রাজ রিপা। অভিনয়ে নাম লেখানোর আগে জাতীয় ব্যাডমিন্টন দলের (অনূর্ধ্ব-১৮) সদস্য ছিলেন তিনি। খুলনা বিভাগে চ্যাম্পিয়নও হয়েছিলেন। কিন্তু ব্যাডমিন্টনকে বিদায় জানিয়ে চলচ্চিত্রে ক্যারিয়ার গড়ার লড়াই করছেন তিনি।
২০২০ সালে ‘দহন’ সিনেমায় একটি ছোট চরিত্রে প্রথম অভিনয় করেন তিনি। চলতি বছর মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ময়না’ সিনেমাটি। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এই সিনেমাটির পরিচালক ছিলেন মনজুরুল ইসলাম মেঘ।
মুক্তির আগেই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত ২৫তম ইএমএমএ’স বিবিসি ফেস্টিভ্যাল অব মাল্টিকালচারাল ২০২৩-এ সেরা চলচ্চিত্র প্রযোজনার পুরস্কার ও ইতালির গালফ অব নেপলস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে স্পেশাল মেনশন ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড জিতেছে ছিল।
এবার ছবিটিতে অনবদ্য অভিনয়ের জন্য নবাগত অভিনেত্রী হিসেবে পুরস্কার পেলেন ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা নায়িকা রাজ রিপা।
তরুণ প্রজন্মের চিত্রনায়িকা রাজ রিপা। সিনেমায় অভিনয়ের পাশাপাশি মডেলিং-এর মাধ্যমে শোবিজে নাম লেখিয়েছেন তিনি। কাজ করেছেন বেশ কয়েকটি সিনেমায়। দেখা গেছে নামদামি ব্র্যান্ডের বেশকিছু বিজ্ঞাপনে। ইদানিং কিছু ব্র্যান্ডের র্যম্প মডেল শো-শোস্টপার হিসাবে বড় বড় অ্যওয়ার্ড শোতে দেখা যাচ্ছে তাকে।
রাজ রিপা বলেন, সব প্রাপ্তই আনন্দের। নতুন নতুন প্রাপ্তি ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। সবাই দোয়া করবেন যেনো সামনের দিনে আপনাদের ভালো ভালো কাজ উপহার দিতে পারি।
অভিনয়ের পাশাপাশি সম্প্রতি শোস্টপার হিসেবে র্যাম্পে হাঁটা শুরু করেছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে বোরকা পরে র্যাম্পে হেঁটে দর্শকদের মন জয় করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।