সবচেয়ে তরুণ এমপি হতে চলেছেন ময়েজ উদ্দিন রুয়েল

ময়েজ উদ্দিন রুয়েল

জুমবাংলা ডেস্ক : হবিগঞ্জ-২ আসনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ের পথে আছেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। বিজয় নিশ্চিত হলে কম বয়সেই এমপি হওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর।

ময়েজ উদ্দিন রুয়েল

অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েলের পিতা মরহুম শরীফ উদ্দিন ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। মুক্তিযুদ্ধের সংগঠক এই নেতার হাত ধরেই হবিগঞ্জ জেলায় আওয়ামী লীগ সাংগঠনিকভাবে সুসংহত হয়।

তিনি ছিলেন হবিগঞ্জ-২ আসনের দুইবারের এমপি। ১৯৯৬ সালে এমপি নির্বাচিত হওয়ার পর মৃত্যুবরণ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় লেখাপড়া করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে উচ্চ আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক।

ইতিহাস সৃষ্টি করতে চলেছেন ব্যারিস্টার সুমন

পরে আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। এখনো অবিবাহিত রুয়েল অনেক প্রতিকূলতার মাঝেই বিজয়ী হতে চলেছেন।