বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্মার্টওয়াচ কেনার দিক থেকে বর্তমানে ব্যবহারকারীরা বেশ কয়েকটি বিষয় প্রাধান্য দিয়ে থাকেন। এর মধ্যে অন্যতম এর গঠনশৈলী। বিশেষ করে ক্রীড়াবিদ, অ্যাথলিটদের পছন্দ মজবুত গঠনের স্মার্টওয়াচ। এ চাহিদার কথা মাথায় রেখে আর্টিলারি স্মার্টওয়াচ উন্মোচন করেছে ফায়ার বোল্ট। গোলাকার ডায়াল ও শকপ্রুফ বডি থাকায় ব্যবহার আরও আরামদায়ক হবে ।
স্মার্টওয়াচটিতে ১ দশমিক ৫ ইঞ্চির টিএফটি এলসিডি ডিসপ্লে রয়েছে। যার রেজল্যুশন ৪০০ী৪০০ পিক্সেল। এতে অনেক ওয়াচ ফেস রয়েছে। ব্যবহারকারীরা পছন্দ অনুযায়ী সেগুলো পরিবর্তন করে নিতে পারবেন। ফায়ার বোল্ট আর্টিলারির অন্যতম একটি ফিচার হচ্ছে ব্লুটুথ কলিং। ব্যবহারকারীরা হাতে থাকা ওয়াচটির মাধ্যম কল করতে ও রিসিভ করতে পারবে। বাধাহীন ও পরিষ্কারভাবে যোগাযোগের জন্য স্মার্টওয়াচটিতে বিল্ট ইন একটি মাইক্রোফোন ও স্পিকার দেওয়া হয়েছে। ব্লুটুথ কলিং ছাড়াও এতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট রয়েছে, যা ব্যবহারকারীদের বিভিন্ন ভয়েস কন্ট্রোল ফিচার ও পরিষেবা গ্রহণের সুবিধা দেবে।
এ ছাড়া রিমাইন্ডার সেট করা, আবহাওয়া সম্পর্কে জানা, মিউজিক প্লেব্যাক নিয়ন্ত্রণও করা যাবে। আর্টিলারি স্মার্টওয়াচে গ্রাহকের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি প্রাধান্য দেওয়া হয়েছে। এতে হার্ট রেট মনিটরিং, এসপিও২ ট্র্যাকিং, সিøপ মনিটরিং ও ওমেন হেলথ ট্র্যাকিং রয়েছে। ডিভাইসটিতে মোশন সেন্সরও রয়েছে। ভার্চুয়াল রিয়েলিটি গেম খেলার ও ব্যায়ামের সময় ভালো অভিজ্ঞতা দেবে।
আর্টিলারিতে একাধিক স্পোর্টস মোড, স্মার্ট নোটিফিকেশন, ওয়েদার আপডেট, সাতটি ইনবিল্ট গেম, মিউজিক, ক্যামেরা কন্ট্রোল ফিচার ও পাসকোড লক সুবিধা রয়েছে। স্মার্টওয়াচটিতে ৩২০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। স্ট্যান্ডবাই মোডে ২৫ দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। সাদা, সবুজ ও কালো রঙে স্মার্টওয়াচটি বাংলাদেশি ৩ হাজার ২৯৬ টাকায় কেনা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।